রেস্তোরাঁয় আসা এক খাদ্য রসিক জানান, ‘গ্রামীন এলাকায় এই প্রথম এত সুন্দর রেস্তোরাঁ দেখছি। একেবারে যেন তাজমহলের মত দেখতে। প্রবেশের সময় উদ্যানে বসার জায়গা, আলোক সজ্জিত জলের ঝর্না। সুস্বাদু খাবার পাশাপাশি মনোরম পরিবেশগত সময় কাটানোর মত জন্য ভাল জায়গা।’
advertisement
রেস্তোরাঁর এক পরিচালক রাজু শেখ বলেন, ‘উৎসবের মরশুমে গ্রামের মানুষজন ঘোরাফেরার জন্য শহর কিংবা উদ্ধার পরিবেশগত জায়গায় যায়। তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে রেস্তোরাঁ মালিক গ্রামের এই তাজমহলের মত দেখতে রেস্তোরাঁর ভবন নির্মাণ করেছেন। আশা করা হচ্ছে উৎসবের মরশুমে এই রেস্তোরাঁয় এসে গ্রামবাসীদের চাহিদা পূরণ হবে।’
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! শুক্রের ঘরে মঙ্গল গোচর, কপাল পুড়বে ৫ রাশির, আর্থিক কষ্ট, জীবন ‘নরক’ করে ছাড়বে…
মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কী বুধিয়া মোড় এলাকার এই রেস্তোরাঁয় ঘুরতে আসা খাদ্য রসিকরা এর নাম দিয়েছেন তাজমহল। তবে আসল তাজমহল নয় তাজমহলের আদলেই যেন রেস্তোরাঁর ভবনের নকশা করা হয়েছে বলে অভিমত অনেকের।