আগামী ছয় মাসের মধ্যে গাজোল ব্লক এলাকা জুড়ে পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হবে। যার ফলে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষ। হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার আধিকারিক বিনায়ক বর্মা জানান, ‘এতদিন বড় শহরগুলোতে এই ব্যবস্থা চালু ছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সারাদেশে এই রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে পাইপলাইন ব্যবস্থা চালু হবে। সেইমত মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি এই তিনটি জায়গায় হিন্দুস্তান পেট্রোলিয়াম এর অধীনে পাইপলাইন বসানোর কাজ চলবে।’
advertisement
এ প্রসঙ্গে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক মজুমদার জানান, ‘আগে অনেক সময় গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে দু-তিনদিন অপেক্ষায় থাকতে হত রান্নার গ্যাসের জন্য। এই ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হলে রান্নার গ্যাসের ক্ষেত্রে মানুষকে আর হয়রান হতে হবে না। ইলেকট্রিক বিলের মতোই বিল পরিশোধ করলে পরিষেবা চালু হয়ে যাবে। এতে মানুষের অনেকটাই সময় বাঁচবে।’
এদিন এলাকায় এই পাইপ লাইন বসানোর কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষেরা। বোরিং মেশিনের মাধ্যমে পাইপলাইন বসানোর কাজের সূচনা করা হয়। আগামী ৬ মাসের মধ্যে গাজোল ব্লক এলাকা জুড়ে এই কাজ সম্পন্ন হবে বলে দাবি পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষের।