তবে এবারে জেলাবাসীকে নতুন কিছু চমক দিতে বিশেষ বড় আকারের ক্রিসমাস কেক তৈরি করছেন কেক প্রস্তুতকারকরা। তাই জেলাবাসীকে বিশেষ চমক দিতে ৫ কেজি থেকে ১০ কেজি বড় বড় কেক তৈরি করছেন প্রস্তুতকারকরা। এমনই ছবি দেখা দিল মালদহ শহরের ফুলবাড়ি এলাকায় একটি কেকের কারখানায়। কেক প্রস্তুতকারক মিজানুর রহমান জানান, “বড়দিন উপলক্ষে প্রচুর পরিমাণে কেকের অর্ডার আসছে। ছোট থেকে বড় একাধিক রকম বড় কেক তৈরি করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: পুলিশ স্যারের পাঠশালা! খাকি উর্দির আড়ালে শিক্ষক মন, ওসির ভাড়া বাড়িতে চলছে বিনামূল্যের ক্লাসরুম
বর্তমানে পাঁচ কেজির কেক তৈরি করা হয়েছে। আরও দশ কেজির বড় কেক তৈরি হবে।” এক কেক বিক্রেতা বিজন দাস জানান, “এবছর একটি বিশেষ কেক তৈরি করা হয়েছে ১০ পাউন্ডের। ওজন প্রায় পাঁচ কেজির উপর। সাড়ে তিন হাজার টাকা দাম এই কেকের। আরও বিভিন্ন রকম ক্রিসমাস ডে উপলক্ষে সামগ্রী রয়েছে। ৬০ টাকা দাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেক রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই ক্রিসমাস উৎসব উপলক্ষে রাজ্যের বড় থেকে ছোট শহরে দেখা দেয় কার্নিভাল। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের জেলা থেকে শহরবাসী। ইতিমধ্যে কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে শহর জুড়ে। তারই আগে এবারে বিশেষ কেক তৈরিতে ব্যস্ততা দেখা দিয়েছে শহরের একাধিক বেকারি এবং দোকানগুলোতে।





