পাখির খোপ প্রস্তুতকারক শেখ ঝাকশু জানান, “ছোটবেলা থেকেই বাঁশের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করি। বর্তমানে বিভিন্ন রকম আধুনিক জিনিসের দাপটে বাঁশের তৈরি একাধিক জিনিসপত্রের চাহিদা কমেছে। তবে বর্তমানে চাটাই এবং দ্বিতল বাড়ির মতো দেখতে পাখির খোপ তৈরি করছি। ব্যাপক চাহিদা রয়েছে এর। এই পাখির খোপে ১০টি ঘর রয়েছে। ১০ জোড়া পাখি আরামদায়ক ভাবে থাকতে পারবে এই খোপে। একটি খোপের দাম ৭০০ থেকে ১০০০ টাকা।”
advertisement
আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চুলকানি! নলকূপের জল পেটে পড়তেই ছটফট… নিমেষে শেষ পরিবারের ৩ সদস্য
এক পাখিপ্রেমী বিজয় কুমার গুপ্তা জানান, “বাড়ির ছাদের উপর সব সময় অজানা পাখিগুলো এসে বাসা বাধে। পাখি গুলোকে তাড়াতেও মায়া লাগে। তাই পাখিদের জন্য এই দ্বিতল বাড়ির মত দেখতে খোপ কিনতে এসেছি। আশা করছি পাখিরা এই খোপগুলোতে আরামদায়ক ভাবে থাকতে পারবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও অনেকে খাঁচায় বন্দি করে রাখেন পোষা পাখিদের। তবে অজানা পরিযায়ী পাখিদের ঠিকানা থাকে না কোথাও। তাই পাখিপ্রেমীদের কাছে বাঁশের তৈরি এই পাখির খোপের প্রয়োজনীয়তা আজও গুরুত্বপূর্ণ।