প্রায় তিন মাস আগে পরিবারের হাল ধরতে রোজগারের সন্ধানে ভিন রাজ্য রাজস্থানে পাড়ি দেন। তার সঙ্গে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণসহ ভারতের সমস্ত বৈধ পরিচয়পত্র। তা সত্ত্বেও, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই রাজস্থান পুলিশ তাকে “বাংলাদেশি নাগরিক” সন্দেহে গ্রেফতার করে। দীর্ঘ দুই মাস জেল হেফাজতে থাকার পর, চার দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আজ দেশছাড়া হয়ে বাংলাদেশে আটকে আমির। কান্নাজড়ানো কণ্ঠে সামাজিক মাধ্যমে জানাচ্ছেন, “আমি ভারতীয়, আমাকে আমার ঘরে ফিরিয়ে নিন!”
advertisement
আরও পড়ুন: বাংলায় শুরু সিএএ-এর আবেদন জমা! কোথায় শুরু হল, কী করতে হবে? লেগে গেল তরজাও
ঘটনায় শোকাস্তব্ধ হয়ে পড়েছেন মালদহের কালিয়াচকের জালালপুর গ্রামের বাংলাদেশে আটকে থাকা আমিরের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। ঘটনার পর আমির শেখের পরিবার রাজ্য ও কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ছেলেকে দেশে ফিরিয়ে আনার করুণ আবেদন জানিয়েছেন।
—- জিএম মোমিন।





