CAA News: বাংলায় শুরু সিএএ-এর আবেদন জমা! কোথায় শুরু হল, কী করতে হবে? লেগে গেল তরজাও

Last Updated:

CAA News: সকাল থেকেই কনিয়ারা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এসে সিএএ-এর জন্য অনলাইনে আবেদন করেন।

+
সি

সি এএ আবেদন

বাগদা: ভারত বাংলাদেশ সীমান্ত শহরে এবার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এ আবেদনের হিড়িক দেখা গেল সাধারণ গ্রামবাসীদের মধ্যে। শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে দেখা গেল বহু মানুষ নিজে থেকে বিশেষ এই শিবিরে এসে সিএএ-এর জন্য আবেদন করছেন। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালীর উদ্যোগে চুয়াটিয়া বাজারে বসে এই শিবির। সকাল থেকেই কনিয়ারা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এসে সিএএ-এর জন্য অনলাইনে আবেদন করেন।
সৌরভ বাবুর দাবি, শুক্রবার প্রায় শতাধিক মানুষ এই শিবির থেকে নাগরিকত্বের আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনকারীরা জানান, তাদের অনেকের কাছেই বাংলাদেশি পরিচয়পত্র এবং ভারতে দীর্ঘদিন বসবাসের বিভিন্ন নথি রয়েছে। তাই তারা আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে আবেদন জানাচ্ছেন। বিষয়টি নিয়ে সৌরভ গোয়ালী জানান, এই আইন ইতিমধ্যেই সংসদে পাশ হয়ে নিয়মে পরিণত হয়েছে। তাই সাধারণ মানুষকে সহায়তা করা হচ্ছে, যাতে তারা ঠিকভাবে আবেদন করতে পারেন।
advertisement
advertisement
সিএএ আবেদন ঘিরে তাই বাড়তি উৎসাহ দেখা গেল সীমান্ত এলাকার  গ্রামবাসীদের মধ্যে। যদিও শাসকদলের দাবি, ভোটের আগে সংখ্যালঘু ও উদ্বাস্তু ইস্যু নিয়ে রাজনীতি করতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে রাজনৈতিক তরজা যাই হোক, গ্রামবাসীদের অংশগ্রহণে স্পষ্ট, নাগরিকত্ব পাওয়ার আশায় বহু মানুষ এখন সিএএ আবেদন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সামিল হচ্ছেন।
advertisement
—- Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CAA News: বাংলায় শুরু সিএএ-এর আবেদন জমা! কোথায় শুরু হল, কী করতে হবে? লেগে গেল তরজাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement