একেবারে চমকে দেওয়ার মতন পরিবর্তন মালদহের কালিয়াচকের। গত কয়েক বছর ধরেই পরিবর্তনের ধারা শুরু হয়েছিল কালিয়াচকে। তবে এবার সমস্ত কিছুকে ছাপিয়ে দিয়েছে এই পরিবর্তন। মাধ্যমিকের ফলাফলে নজর কারা সাফল্য এই কালিয়াচকের। স্থানীয় বাসিন্দা মহম্মদ কুরবান শেখ বলেন, শিক্ষার মাধ্যমে সমাজের পরিবর্তন হয় আমরা এখন খুব খুশি কালিয়াচক শিক্ষার দিকে এগোচ্ছে। একসময় কালিয়াচকের বদনাম ছিল। এখন পরিবর্তন হয়েছে আমাদের ভাল লাগছে।
advertisement
এবার মেধাতালিকায় মালদহের চারজন মাধ্যমিক পরীক্ষার্থীর নাম উঠে এসেছে। প্রত্যেকেই কালিয়াচকের ছাত্র। তারা প্রত্যেকেই একটি বেসরকারি মিশনে পড়াশোনা করত। স্থানীয় মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা। মাধ্যমিকের ফল বেরোতেই হৈচৈ ফেলে কালিয়াচক। শিক্ষায় পারে একমাত্র সমাজকে পরিবর্তন করতে। তার এক জ্বলন্ত উদাহরণ মালদহের কালিয়াচক। একসময় শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল এই প্রত্যন্ত এলাকা। সেই সময় থেকে নানান বেআইনি কার্যকলাপ কালোবাজারি হয়ে এসেছে এখান থেকে। পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তের চোরা কারবার একসময় এই অঞ্চল দিয়ে ব্যাপক পরিমাণে হয়েছে।
সময়ের সঙ্গে বদলেছে মানুষ। বর্তমান প্রজন্ম এখন শিক্ষার দিকে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভাল ফল হচ্ছে এই কালিয়াচক থেকে। এমনকি এই অঞ্চলের অনেকেই এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত। এই সমস্ত হওয়ার ফলে বদলেছে কালিয়াচকের ছবি। বেসরকারি মিশন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ উজির হোসেন বলেন, সমাজে শিক্ষা পারে অনেক কিছুই বদলাতে এই কালিয়াচকের বদনাম একসময় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমরা চেষ্টা করেছিলাম এই বদনাম ঘোঁচানোর জন্য।এখন শিক্ষার দিকে এগোচ্ছে এই কালিয়াচক আমাদের খুব ভাল লাগছে।
এখন আর বেআইনি কার্যকলাপ তেমন দেখা যাচ্ছে না কালিয়াচকে বরং শিক্ষার দিকে জেলা সদরকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে এই কালিয়াচক। খুশি আশেপাশের বাসিন্দারাও। যে কালিয়াচকের নাম একসময় বদনাম হয়েছে, সেই কালিয়াচক এখন শিক্ষার দিক থেকে শিরোনামে। এতেই খুশি কালিয়াচকের সাধারণ মানুষ।
হরষিত সিংহ