মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমার বিসর্জন আকর্ষণীয়। বিসর্জন দেখতে ও দড়ি টানতে বহু ভক্তের সমাগম হয়। পুজো কমিটির সম্পাদক পীযূষ মণ্ডল বলেন, প্রতিবছর এইভাবেই আমাদের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতিবার কাঠামোই দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় জলাশয়ের কাছে।
advertisement
মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমা ৪২ ফুট উচ্চতার। মন্দিরেই তৈরি করা হয় প্রতিমা। তবে এই বিশাল প্রতিমা প্রতিবছর বিসর্জন দেওয়া হয়। তাই মজবুত করে তৈরি করা হয় প্রতিমার কাঠামো। পুজোর পর দীর্ঘদিন চলে মেলা।তারপর বিসর্জন দেওয়া হয় বিশাল আকারের প্রতিমা। বিসর্জনের সময় প্রতিমার কাঠামোর দুই দিকে মোটা দড়ি বেঁধে টান দেওয়া হয়। রাস্তায় ফেলা হয় বাঁশ। কোনও চাকার প্রয়োজন হয়না । বাঁশের উপর দিয়েই প্রতিমার কাঠামো এগিয়ে যায় সামনের দিকে। পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় বলেন, প্রতিবছর ৪২ ফুটের এই কালী প্রতিমা মন্দির থেকে টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। তবে কোনও চাকা লাগানো হয় না। বাসের উপর ভর করেই নিয়ে যাওয়া হয় প্রতিমা।
রাস্তার দুই পাশের বাড়ির থেকে প্রতিমা উঁচু। ওই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি জলাশয়ে বিসর্জয় দেওয়া হয় প্রতিমা। প্রতিবছরের মত এবারও কয়েক হাজার মানুষের ঢল নামে বিসর্জন দেখার। বিশাল আকারের প্রতিমা ৫০০ মিটার নিয়ে যেতে সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘণ্টা।
হরষিত সিংহ