TRENDING:

Malda : মেয়ের ছটফটানিতে গেঁথে গেল ছুরি, মেরে ৫০ মিটার দূরে মাথা ফেলল খুনি! একী কাণ্ড

Last Updated:

মালদার খুনের ঘটনায় শিউরে উঠেছে রাজ‍্য। অভিযোগ গলায় চাকু ধরে আতঙ্কের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার অভিনয় করতে গিয়েই খুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহে খুন পঞ্চম শ্রেণির ছাত্রী। বদলা নিতেই অপহরণ করে খুনের পরিকল্পনা। মালদহের খুনের ঘটনায় শিউরে উঠেছে রাজ‍্য। অভিযোগ গলায় চাকু ধরে আতঙ্কের ছবি তুলে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করার অভিনয় করতে গিয়েই খুন। নাটকের অজুহাতে ছাত্রীকে নৃশংস ভাবে খুন নিকট আত্মীয়ের। খুনের কারণ সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল‍্যকর তথ‍্য।
মেয়ের ছটফটানিতে গেঁথে গেল ছুরি, মেরে ৫০ মিটার দূরে মাথা ফেলল খুনি! একী কাণ্ড
মেয়ের ছটফটানিতে গেঁথে গেল ছুরি, মেরে ৫০ মিটার দূরে মাথা ফেলল খুনি! একী কাণ্ড
advertisement

মালদহ শহরের বালুচর এলাকার ঘটনায় তোলপাড় রাজ‍্যজুড়ে। অভিযোগ মৃত নাবালিকার বাবা অভিযুক্ত যুবককে একাধিকবার মারধোর করেছিল। তাই দীর্ঘদিন ধরেই বদলা নিতে এমন ফন্দি এটেছিল যুবক। কিন্তু গলায় চাকু ধরার সময় ছোট মেয়েটি ছটপট করতে থাকায় কেটে যায় গলা। তারপর আতঙ্কিত হয়ে পড়ে যুবক। অবশেষে নৃশংস ভাবে খুন করে নাবালিকাকে।‌

আরও পড়ুন: পুলিশ নয়, এবার তদন্ত করবে সিআইডি! বোনকে পুড়িয়ে মারছে স্বামী, ভিডিও কলে দেখানো হল দিদিকে!

advertisement

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক মৃতার পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। গত ২৯ জানুয়ারি মালদহ শহরের বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় ওই নাবালিকাকে। খোঁজাখুঁজি করে পরিবারের লোকেরা না পেয়ে অবশেষে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপহৃত নাবালিকার এক আত্মীয়কে আটক করে।

advertisement

View More

সিসিটিভিতে ধরা পড়ে ওই আত্মীয়ের বাইকে করে নাবালিকা যাচ্ছে। পুলিশি জেরায় একাধিকবার বিভ্রান্তিকর বয়ান দেয় অভিযুক্ত যুবক। অবশেষে যুবকের বয়ানের ভিত্তিতে বুধবার গভীর রাতে মালদহ শহরের আম বাজার থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে উদ্ধার হয় ছিন্ন মাথা। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো মারধরের ঘটনার বদলা দিতেই প্রথমে নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত। তারপর খুন করে। প্রমাণ লোপাটের জন্য দেহটি জঙ্গলের মধ্যে ফেলে দেয়। এমনকি শরীর থেকে মাথা সম্পূর্ণ আলাদা করে দেয়। যদিও তারপরে শেষ রক্ষা হয়নি ঘটনার তিন দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে খুনের ঘটনার কিনারা করে পুলিশ।

advertisement

এই ঘটনায় রীতিমতো গোটা মালদহ শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযুক্ত প্রথমে অপহরণ করে। তারপর চাকু দিয়ে নৃশংস ভাবে খুন করে। প্রমাণ লোপাটের জন্য দেহ জঙ্গলে ফেলে দেয়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।এদিন ইংরেজ বাজার থানার পুলিশ অভিযুক্তকে মালদহ জেলা আদালতের পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda : মেয়ের ছটফটানিতে গেঁথে গেল ছুরি, মেরে ৫০ মিটার দূরে মাথা ফেলল খুনি! একী কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল