জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় এক পথচারী রাস্তার ধারে একটি সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পাশের পুকুরে মধ্যে দেখতে গিয়ে খেয়াল করেন ভাসমান অবস্থায় এক মৃতদেহ। যা দেখে একেবারে হইচই পড়ে যায় এলাকা জুড়ে। খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায়, এলাকারই নিখোঁজ চা বিক্রেতার দেহ এটি। এরপর পরিবারের সদস্যরা মৃতদেহটি সনাক্ত করেন।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মথুরাপুর হাট এলাকা থেকে চা বিক্রি করে ফেরার পথে নিখোঁজ হন কৃষ্ণ মণ্ডল। রাতে পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মেলে না তার। সারারাত নিখোঁজ থাকার পর রবিবার সাতসকালে মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণ মণ্ডলের। ঘটনার খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। পরিবারের অনুমান, প্রতিদিনই মদ্যপান করতেন তিনি, শনিবার রাতেও হয়তো মদ্যপ অবস্থায় ফেরার সময় কোনক্রমে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






