TRENDING:

Malda News: রাতভর নিখোঁজ! সকালে ডোবার জলে ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই চা বিক্রেতার জীবন কাড়ল

Last Updated:

Malda News: সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক এলাকায়। সারা রাত নিখোঁজ থাকার পর রবিবার সকালে খাল থেকে মেলে চা বিক্রেতার দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক এলাকায়। রাতে নিখোঁজের পর সকালে ডোবা থেকে উদ্ধার হয় ব্যক্তির মৃতদেহ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মণ্ডল (৪০)। পেশায় তিনি একজন চা বিক্রেতা। বাড়ি মানিকচক থানার মথুরাপুর নিমনগর গ্রামে।
মানিকচকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 
মানিকচকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 
advertisement

জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় এক পথচারী রাস্তার ধারে একটি সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হ‌ওয়ায় পাশের পুকুরে মধ্যে দেখতে গিয়ে খেয়াল করেন ভাসমান অবস্থায় এক মৃতদেহ। যা দেখে একেবারে হইচই পড়ে যায় এলাকা জুড়ে। খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায়, এলাকারই নিখোঁজ চা বিক্রেতার দেহ এটি। এরপর পরিবারের সদস্যরা মৃতদেহটি সনাক্ত করেন।

advertisement

আরও পড়ুনঃ ক্ষেতে যাওয়ার নাম শুনলেই জ্বর আসছে চাষিদের! কাটোয়ায় চাষ জমি থেকে উদ্ধার বোমা ভর্তি ব্যাগ, নিষ্ক্রিয় করল CID বম্ব স্কোয়াড

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মথুরাপুর হাট এলাকা থেকে চা বিক্রি করে ফেরার পথে নিখোঁজ হন কৃষ্ণ মণ্ডল। রাতে পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মেলে না তার। সারারাত নিখোঁজ থাকার পর রবিবার সাতসকালে মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণ মণ্ডলের। ঘটনার খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। পরিবারের অনুমান, প্রতিদিনই মদ্যপান করতেন তিনি, শনিবার রাতেও হয়তো মদ্যপ অবস্থায় ফেরার সময় কোনক্রমে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের নীরব সাক্ষী বর্ধমানের এই দিঘি..! কৃষ্ণসায়রের 'অজানা' ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে
আরও দেখুন

এদিকে এই খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রাতভর নিখোঁজ! সকালে ডোবার জলে ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই চা বিক্রেতার জীবন কাড়ল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল