২০০৮ সালে তৈরি হয় মোহনা কলোনি এম.এস.কে স্কুল। স্কুলে নিয়মিত পড়তে আসতেন পড়ুয়ারা। রান্না হত মিড ডে মিল। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করত শিক্ষার্থীরা। তবে ২০২৩ সালে বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মারা যাওয়ার পর স্কুল বন্ধ হয়ে যায়। এরপর থেকেই সমস্যায় পড়েন গ্রামের ছাত্রছাত্রীরা।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামে প্রায় দুই হাজারের অধিক পরিবারের বসবাস। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে এম.এস.কে বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর এম.এস.কে বিদ্যালয়ে পড়াশোনা করতেন ছাত্রছাত্রীরা। তবে বর্তমানে তালাবন্ধ অবস্থায় এই স্কুল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নাজরানা বিবি নামে এক গ্রামবাসী জানান, “বাড়ির কাছে স্কুল থাকতেও ছেলেকে দূরে পাঠাতে হচ্ছে। ভয়ে থাকি কখন কী ঘটে যাবে। আমরা চাই শিক্ষক নিয়োগ করে এই স্কুলটি পুনরায় চালু করা হোক।” আজও বহু স্কুলে পরিকাঠামোর অভাবের কারণে স্কুল ছুট হতে দেখা দেয় পড়ুয়াদের। তবে সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও গ্রামের একমাত্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ের এমন অবস্থা ভাবাচ্ছে সকলে।





