ভিন রাজ্যে আম প্রক্রিয়াকরণের একাধিক যান্ত্রিক পদ্ধতি থাকায় জেলার অধিকাংশ কাঁচা আম পাড়ি দেয় রাজ্যের বাইরে। আর সেখানেই সারা বছর কাজ করে রোজগার করে সেখানকার শ্রমিকরা। তবে এই রাজ্যে সেই রকম ব্যবস্থা না থাকায় শ্রমিকদের কাজের ভাব দেখা মিলে জেলায়।
advertisement
মালদা ম্যাংগো মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি উজ্জল সাহা জানান, “আমের মরসুমে জেলার অধিকাংশ শ্রমিকরা বাড়িতে থেকে কাজ করে থাকেন। তবে আমের মরসুম কেটে গেলেই জেলার শ্রমিকদের কাজের অভাব দেখা দেয়। এরপর সেই শ্রমিকদের কাজের সন্ধানে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। জেলায় ম্যাংগো হাব গড়ে তোলা হলে জেলাতেই কাজ করে রোজগার করতে পারবেন জেলার পরিযায়ী শ্রমিকরা। তাই জেলার আম চাষকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে এই ম্যাংগো হাব গুরুত্বপূর্ণ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের তিনটি প্রজাতি হিমসাগর, ফজলি, লক্ষণ ভোগ আম জিআই স্বীকৃতি প্রাপ্ত। জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর এলাকা জুড়ে চাষ হয় আম। এই আম চাষের উপর নির্ভর করেই জেলার কয়েক লক্ষ মানুষ রোজগারের পথ খুঁজে পান। তবে এবারে ম্যাংগো হাব গড়ে উঠলে জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে বলে মনে করছেন জেলার বণিক মহলের কর্তারা।
জিএম মোমিন