জানা গিয়েছে, মৃতের নাম অমিত চৌধুরী (৩২), বাড়ি ইংরেজবাজার থানার সাতটারি কাগমারি এলাকায়। গত তিন বছর আগে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর নওদা এলাকায় অমিতের বিয়ে হয়। এদিন মনসা গান উপলক্ষ্যে পরিবার সহ সস্ত্রীক শ্বশুরবাড়িতে ঘুরতে যান তিনি। সেখানেই রাতে স্ত্রীর সঙ্গে গান শোনার পর শ্বশুরবাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় স্ত্রীকে পাঠিয়ে নিজে মাঝপথে থেকে যান। এরপর আর শ্বশুরবাড়িতে ফেরেননি জামাই।
advertisement
আরও পড়ুনঃ চিকেন পকোড়া ছাড়ুন…! ছট পুজোয় কম সময়ে বানিয়ে নিন সুস্বাদু লাউ পাকোড়া, একবার খেলেই বারবার চাইবেন
মৃতের ভাই মনোজ চৌধুরী জানান, “সারা শরীরে মারের আঘাত রয়েছে। দাদাকে খুন করে মেরে ফেলা হয়েছে। আমরা এর সঠিক তদন্ত চাই।” স্ত্রী শ্যামলী চৌধুরী বলেন, “রাতে দু’জন একসঙ্গে মনসা গান শুনে ঘরে ফিরছিলাম। সেই সময় প্রস্রাবের কথা বলে মাঝপথে থেকে যায় স্বামী। এরপর আর রাতে বাড়ি ফেরেননি তিনি। রাতভর অপেক্ষা করার পর ঘুমিয়ে পড়লে সকালে উঠে দেখি স্বামীর মৃতদেহ বাড়ির পাশে পড়ে রয়েছে। কেউ বা কারা তাঁকে খুন করেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই সঙ্গেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






