TRENDING:

কাঁটাতার পেরিয়ে আসে ঘট, সন্ধিপুজোর বিশেষ রীতি! মালদহের সীমান্তবর্তী 'এই' গ্রামের দুর্গাপুজোর প্রথা আজও অটুট

Last Updated:

Traditional Durga Puja: কাঁটাতারের বেড়াতেও পুজোয় ছেদ পড়েনি। সীমান্তের ওপারে পুজো দিয়ে ঘট এনে এপার বাংলার খুটাদহ গ্রামের দুর্গাপুজো শুরু হয়। অষ্টমীর মহাভোগ থেকে সন্ধি পুজোর বিশেষ রীতি মেনে মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামের পুজো হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ দেশভাগের পর‌েও ছিল না কোনও কাঁটাতার। স্বাধীনতার প্রায় ১৭ বছর পর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এলাকায় দুর্গাপুজো শুরু করেছিলেন। গ্রামবাসীদের উদ্যোগে সেই এলাকায় তৈরি করা হয় মন্দির। জাঁকজমক সহকারে পুজোর পাশাপাশি এলাকায় বসতো মেলা। তবে এখন সেসব অতীত। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের পর সেই এলাকায় গড়ে ওঠে কাঁটাতার। এরপর কাঁটাতারের ওপারে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট অংশে সেই মন্দির থেকে যায়।
advertisement

সীমান্ত তীরবর্তী এলাকায় থাকা ভারতীয়রা এরপর নিজেদের উদ্যোগে গ্রামে নতুন করে নাট মন্দির তৈরি করেন। প্রতিবছর সেখানে দুর্গাপুজা হলেও মহাষষ্ঠীর দিন রীতি মেনে কাঁটাতারের ওপারে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত পুরনো সেই মন্দিরে পুজো দিয়ে ঘট এনে এপার বাংলার খুটাদহ গ্রামের দুর্গাপুজোর সূচনা করা হয়।

আরও পড়ুনঃ সপ্তমীতে অধরাত্রী পুজো, ত্রয়োদশীর দিন..! পাঁচথুপি সিংহবাহিনী বাড়ির ৪৫০ বছরের দুর্গাপুজো, আজও উপচে পড়ে ভিড়

advertisement

গ্রামের এক পুজো উদ্যোক্তা গৌতম কুমার হালদার জানান, “সীমান্তরক্ষা বাহিনী সম্পূর্ণ রকমভাবে পুজো কমিটিকে সহায়তা করে। সীমান্তরক্ষা বাহিনীর আধিকারিকরা গ্রামের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এই পুজোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন অষ্টমীর দিন মহাভোগ। ওইদিন পার্শ্ববর্তী অন্যান্য পুজো কমিটি থেকে এখানে ভোগ পাঠানো হয়”।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

আজও মালদহের বামনগোলা ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী খুটাদহ গ্রামের বাসিন্দারা সেই এক‌ই রীতি মেনে পুজো করে আসছেন। মহাষষ্ঠী থেকে শুরু করে মহাঅষ্টমীর মহাভোগের আয়োজন, সন্ধিপুজোর বিশেষ রীতি- সব মিলিয়ে, বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামের পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের উচ্ছ্বাস, আবেগ, ভালবাসা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাঁটাতার পেরিয়ে আসে ঘট, সন্ধিপুজোর বিশেষ রীতি! মালদহের সীমান্তবর্তী 'এই' গ্রামের দুর্গাপুজোর প্রথা আজও অটুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল