আরও পড়ুন: চোখে দেখা যায় না দুর্ভোগ, মুক্তির উপায় খুঁজছে এনএইচএআই
মালদহের মানিকচক ব্লকের ভুতনির তিনটি পঞ্চায়েত এলাকায় মোট ২৯ টি দুর্গা পুজো হয়। তারমধ্যে ২২ টি সার্বজনীন।সকলের মত ভুতনিবাসীও পুজো নিয়ে মেতে থাকে। কিন্তু এইবার কিভাবে পুজা হবে, কোথায় মন্ডপ তৈরি হবে এই নিয়ে চিন্তিত সকলে। ভুতনিতে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি। বাকি পুজো হয় অস্থায়ী পুজো মন্ডপে তৈরি করে। কিন্তু বন্যার জল এখনও রয়েছে এলাকায়। নতুন করে আবার চারিদিক জলমগ্ন হতে শুরু করেছে। পুজ উদ্যোক্তা রাজেশ মন্ডল বলেন, প্রস্তুতি শুরু হয়েছিল আমাদের। আমরা আশা করছি পুজোর আগে বন্যার জল কমে যাবে। আমাদের পুজো হবে।
advertisement
আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ইতিমধ্যেই দুর্গা মন্ডপ এবং পুজো মন্ডপগুলিতে জল থৈথৈ করছে। রীতিমতো চিন্তিত ভুতনিবাসী। তাহলে কি এবার পুজোয় সামিল হতে পারবেন না তাঁরা। উৎসব থেকে বঞ্চিত হতে হবে। তবে উদ্যোগতারা আশাবাদী, পুজোর আগেই বন্যার জল কমবে। তাদের প্রস্তুতি নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। পুজোয় উৎসবে সামিল হতে পারবেন তাঁরাও।
হরষিত সিংহ