প্যাক হাউস ইনচার্জ চিন্ময় বোস জানান,”আম ও লিচু কেন্দ্রিক এই প্যাক হাউস একসময় দেশের অপেডা স্বীকৃত প্রথম ১৮ টির মধ্যে একটি ছিল। প্রায় ১০ বার মালদহ থেকে বিদেশে রফতানি হয়েছে আম ও লিচু। আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি বিভিন্ন দেশে মালদহের আম ও লিচু এই প্যাক হাউসে পরিচর্যার পর রফতানি যোগ্য করা হয়েছে। রফতানিকারক না আসায় বর্তমানে অচল অবস্থায় এই প্যাক হাউস।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে মালদহ ম্যাংগো মার্চেন্ট চেম্বারের সভাপতি উজ্জ্বল সাহা জানান,”ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে এই প্যাক হাউসের আধুনিকীকরণ আবেদন করা হয়েছে। প্যাক হাউসে আরও আধুনিক যন্ত্র বসিয়ে খুব দ্রুত চালু করা হবে। গত কয়েক বছর থেকে রফতানি ক্ষেত্রে বিদেশ থেকে বরাত না পাওয়াই সেভাবে বিদেশে রফতানি করা হয়নি।” প্রায় ২১ বছর আগে নির্মিত মালদহের এই প্যাক হাউসের ভবিষ্যৎ এখন আটকে জেলার প্রকৃত রফতানিকারকের অভাবে।
জিএম মোমিন