পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবারে শহরে তৈরি হচ্ছে বিশাল আকারের কালী পুজোর মণ্ডপসজ্জা। প্রায় ৭২ ফুট উচ্চতার এই মণ্ডপসজ্জার প্রবেশদ্বারের মুখে থাকছে জগন্নাথ দেবের মূর্তি এবং ভিতরে থাকছে প্রায় ২২ ফুটের মা কালীর প্রতিমা। শুধু তাই নয় সোনা এবং চাঁদির অলংকার দিয়ে সাজানো হবে মায়ের সাজসজ্জা বলে জানান পুজো উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুন: তেল মাখানো পিতলের ঘটি নিয়ে কাড়াকাড়ি! নলাহাটির মুঘল আমলের আগের কালীপুজো, রীতিনীতি অবাক করবে আপনাকেও
ক্লাবের সহ-সম্পাদক দেবব্রত দাস জানান, “এবছর তাদের পুজো ৭২ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরই বিশেষ কিছু চমক থাকে। এ বছর পুরি এবং দিঘার জগন্নাথ মন্দিরের আদলে থিম তৈরি করা হচ্ছে। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে এই থিম তৈরি করা হচ্ছে। শুধু তাই নয় দুস্থদের মধ্যে শীতবস্ত্র সহ বিভিন্ন রকম বস্ত্র বিতরণ করা হবে এবং দর্শনার্থীদের জন্য বিশেষ নরনারায়ণ সেবার আয়োজন থাকছে। প্রায় ১০ হাজারেরও বেশি দর্শনার্থীদের খাওয়ানো হবে এই নরনারায়ণ সেবায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু দুর্গাপুজো নয় মালদহ শহরের কালীপুজোতেও বিগ বাজেটের থিমে থাকে বিশেষ চমক। তেমনই ভাবে শহর এবং জেলাবাসীকে নতুন কিছু আকর্ষণ দিতে মাঠে নেমেছে মালদহ শহরের ইংরেজবাজার থানা সংলগ্ন পিরোজপুর ইউথ ক্লাব। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই থিম বিশেষ নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।