পুরাতন মালদহের সাহাপুর বাগানপাড়ার বাসিন্দা সন্দীপন চট্টরাজ। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। স্ত্রী পায়েল ভাদুড়ী স্বাস্থ্যকর্মী। তাঁদের একমাত্র মেয়ে সয়েন্দ্রী।সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে ট্যালেন্ট সার্চ হয়েছিল৷ গত ২৫ শে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় সয়েন্দ্রী ৷ প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয়৷ তার মধ্যে ছিল বিভিন্ন বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করা, ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা এছাড়া বিশ্বের তিনটি বিখ্যাত কম্পানির মালিকের নাম-সহ ইত্যাদি৷ প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সয়েন্দ্রী ৷ এই প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে রেকর্ড করে ছোট্ট মেয়েটি।তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওঠে। বাবা সন্দীপন চট্টরাজ বলেন, এক পরিচিত দাদার কাছ থেকে এই সংস্থার সম্বন্ধে জানতে পারি। অনলাইনে মেয়ের নাম রেজিস্ট্রেশন করি। তারপরেই এই সাফল্য। মেয়েরা এমন সাফল্যে খুব খুশি আমরা।
advertisement
আরও পড়ুন : অভিশপ্ত রাতে খাবার কিনতে গিয়ে জঙ্গি-বুলেটে ঝাঁঝরা ছেলে, ২৬-১১-র স্মৃতি কুরে কুরে খায় পরিবারকে
ইতিমধ্যে পুরস্কার সার্টিফিকেট সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে। অন লাইনে এই প্রতিযোগিতা হয়। সমস্ত কিছুর পর সংস্থার পক্ষ থেকে রেকর্ডের সম্মান পুরস্কার প্রদান করা হয়েছে। এইটুকু মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা-মা।