মালদহের মানিকচকের মথুরাপুরের শিল্পী সৌরভ মালাকার। ছোট থেকেই শিল্পকলার ওপর তার ঝুঁকি। মাঝেমধ্যেই বিভিন্ন রকম হাতের কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইতিমধ্যে সাড়া ফেলেছেন মথুরাপুরের এই যুবক । মানিকচক কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ মাটির কাজ ও ছবি আঁকার কাজের পাশাপাশি মাইক্রো আর্টেও পারদর্শী। দেশনায়ককে শ্রদ্ধা জানানোর ইচ্ছে থেকেই এমন সৃষ্টির পরিকল্পনা। নেতাজি সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানতেন কিছু তৈরির চিন্তাভাবনা করছিলেন। সেখান থেকেই মাইক্রো আর্টের এর মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্রের ভাস্কর্য তৈরির চিন্তাভাবনা আসে। শিল্পী সৌরভ মালাকার বলেন, ‘‘এর আগেও একাধিক মাইক্রো আর্টের কাজ করেছি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু করব সেখান থেকেই এমন চিন্তা ভাবনা। ১০ টাকার কয়েনের উপর নেতাজির ভাস্কর্য তৈরি করেছি। তৈরি করতে কয়েক ঘন্টা সময় লেগেছে আমার।’’
advertisement
আরও পড়ুন : বহু ভাষায় ৭০০-রও বেশি সংবাদপত্র তাঁর সংগ্রহে! তিলে তিলে সাজানো রত্নভান্ডার আগলে রেখেছেন গ্রন্থাগারিক
দশ টাকার কয়েনের মাঝে অংশে পুটিং দিয়ে তৈরি করেছেন এই ভাস্কর্য। মাত্র ১. ৬ সেন্টিমিটার এই নেতাজির ভাস্কর্যটি। লেন্সে দেখে ছোট ছোট এই কাজ তিনি করেছেন। লেন্সে দেখে সূচ ও ব্লেডের সাহায্য নিয়েই তৈরি করেছেন। মাইক্রো আর্টের সাহায্যে এমন সৃষ্টি হতবাক করেছে সাধারণ মানুষকে। যথেষ্ট সুনাম পেয়েছেন তিনি সকলের কাছেই। আশেপাশের সকলে চান আগামীতে আরও বড় মাপের শিল্পী হয়ে উঠুক সৌরভ মালাকার।