TRENDING:

বিদেশি খেলা সফট বলে বাংলা দলে মালদহের দশজন! বাড়ছে 'নতুন' খেলায় আগ্রহ

Last Updated:

Maldah- বাংলা পুরুষ ও মহিলা দল তৈরি হয়েছে। জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে, মালদহের ১০ জন সুযোগ পেয়েছে দলে, দুই দলের কোচ মালদহ থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বিদেশি খেলায় উৎসাহ বাড়ছে মালদহের স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে। গত কয়েক বছরের মধ্যেই মালদহের একাধিক খেলোয়াড় এই খেলাকে রপ্ত করেছেন। তারই সুবাদে রাজ্য দলে মালদহ থেকেই ১০ জন সুযোগ করে নিয়েছে।
advertisement

মহিলা দলে ৫ জন পুরুষ দলে ৫ জন। এমনকী রাজ্য মহিলা পুরুষ দলের কোচ মালদহ থেকেই হয়েছেন। বিদেশি এই খেলা সফট বল। আমাদের দেশে বা রাজ্যে এই খেলায় এখনও সেভাবে প্রভাব বিস্তার করেনি।

আরও পড়ুন- বিনামূল্যে থাকা খাওয়া-সহ সেলাই প্রশিক্ষণের সুযোগ! শিখলে স্বনির্ভর হতে পারবেন মহিলারা

advertisement

গত কয়েক বছর আগেও এই খেলা নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না সরকারী বা বেসরকারী কোনও ক্রীড়া সংস্থার। তবে ইদানিং বিদেশি এই খেলায় বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

View More

জাতীয় স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রায় দেশের প্রতিটি রাজ্য থেকেই তৈরি হচ্ছে সফট বল দল। বাংলা থেকেও মহিলা ও পুরুষ দল তৈরি করা হয়েছে। তবে বাংলার দুই দলে মালদহের ১০ জন খেলোয়ার সুযোগ করে নিয়েছে।

advertisement

খেলোয়াড় কিরণ দাস বলেন, এর আগেও বাংলা দলে খেলেছি। এইবার আমরা মহিলা ও পুরুষ দলে মোট ১০ জন সুযোগ পেয়েছি। আশা করছি ভাল ফল করতে পারব।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যা করছেন এই ব্যক্তি! জানলে প্রশংসা করবেন আপনিও

পূর্বাঞ্চল মিটে ভাল ফল করেছিল বাংলা দল। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। সেখানেও ভাল ফল হবে এই আশায় রয়েছেন খেলোয়াড়েরা। এখন থেকে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি।

advertisement

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মহারাষ্ট্রের নাগপুরে জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কোচ অসিত পাল বলেন, রাজ্যের দুই প্রান্তে সিলেকশন ক্যাম্প হয়েছিল। সেখান থেকেই মালদহের খেলোয়াড়েরা সুযোগ পেয়েছে। দুই দলের কোচ মালদহ থেকেই।

পশ্চিমবঙ্গ সফট বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় খেলোয়াড় সিলেকশন করা হয়েছিল। সেখান থেকেই সুযোগ মিলেছে বাংলা দলে খেলোয়াড়দের। অধিকাংশ খেলোয়াড় কলেজ পড়ুয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিদেশি খেলা সফট বলে বাংলা দলে মালদহের দশজন! বাড়ছে 'নতুন' খেলায় আগ্রহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল