TRENDING:

পথকুকুর নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ! পুরনিগমের উদ্যোগে শহরের রাস্তায় কমতে পারে চারপেয়েদের দাপট

Last Updated:

Street Dogs: নাগরিক নিরাপত্তা ও চিকিৎসার কথা মাথায় রেখে পুরনিগমের এই পদক্ষেপ সময়োপযোগী, একথা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ শহরের পথে-ঘাটে, বাজার থেকে চায়ের দোকান, প্রায় সর্বত্রই পথকুকুরের দাপটে আতঙ্ক বাড়ছে। পরিসংখ্যান বলছে, গত ৩ মাসে শিলিগুড়িতে পাঁচ হাজারেরও বেশি মানুষ পথকুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে অন্তত ৫৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বেসরকারি পরিসংখ্যান ধরলে আক্রান্তের সংখ্যা ১০০-রও বেশি।
advertisement

এই ক্রমবর্ধমান সমস্যার সমাধানেই এগিয়ে এল শিলিগুড়ি পুরনিগম। ডাম্পিং গ্রাউন্ড চত্বরে যে চিকিৎসালয় রয়েছে সেখানে একজন প্রাইভেট পশু চিকিৎসক নিযুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থাকবেন দু’জন কুকুর ধরার লোক, দু’জন সহায়ককর্মী এবং একজন অফিসকর্মী।

আরও পড়ুনঃ ‘রোমিও বাইকার’ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ! জেলা পুলিশ এবার পেল…! পুলিশ দিবসে বিরাট আয়োজন

advertisement

পুরনিগমের পরিবেশ বিভাগের মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় জানিয়েছেন, ‘খুব দ্রুতই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। একইসঙ্গে পথকুকুরদের নির্বীজকরণ প্রক্রিয়াও চালু করা হচ্ছে’। পশুপ্রেমী প্রিয়া রুদ্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সুস্থভাবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে পথকুকুর ও মানুষের মধ্যে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি হবে। এই ধরনের উদ্যোগ পুরনিগমকে আরও বেশি নিতে হবে’।

advertisement

View More

নাগরিক নিরাপত্তা ও চিকিৎসার কথা মাথায় রেখে পুরনিগমের এই পদক্ষেপ সময়োপযোগী, একথা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, সমস্যার জটিলতা যতই বাড়ুক না কেন, সুসংগঠিত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা শহরে নতুন করে স্বস্তি ফেরাতে পারবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিলিগুড়ি পুরনিগমের এই উদ্যোগ নিঃসন্দেহে পথকুকুর সমস্যার সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদিকে যেমন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, তেমনই পশুদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিও প্রয়োজন। চিকিৎসা, নির্বীজকরণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, পুরনিগমের ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তব রূপ নেয় এবং শহরের রাস্তায় স্বস্তি ফিরিয়ে আনে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পথকুকুর নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ! পুরনিগমের উদ্যোগে শহরের রাস্তায় কমতে পারে চারপেয়েদের দাপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল