TRENDING:

Malda News: চাষ করলে বিক্রি হয়ে ‌যাচ্ছে জেলাতেই! হু হু করে বাড়ছে মালদহে এই চাষ

Last Updated:

জেলার ভুট্টা বিক্রি হয়ে ‌যাচ্ছে জেলাতেই। তাই এক মরশুম নয় তিন মরশুমেই ভুট্টা চাষ করছেন মালদহের কৃষকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বিগত কয়েক বছর আগেও ভুট্টা চাষে আগ্রহ ছিলনা মালদহের কৃষকদের। কিন্তু গত কয়েক বছর ধরে জেলায় তিন মরশুমে চাষ হচ্ছে ভুট্টা। শীতে অর্থাৎ রবি মরশুমে মালদহে ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এমনকি ক্রমশ কৃষকদের মধ্যে এই ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। কারণ হিসাবে কৃষি দফতরের কর্তারা জানান,মালদহে একাধিক ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। আর এতেই নতুন দিশা দেখাচ্ছে জেলার কৃষকদের।
advertisement

পুরাতন মালদহের নারয়নপুরে এই ভুট্টা প্রক্রিয়াকরণ কারখানা চালু হওয়ায় জেলায় উৎপাদিত ভুট্টা কোথাও রফতানি হচ্ছে না। বরং অনান্য রাজ্য থেকে মালদহে ভুট্টা আমদানি হচ্ছে। স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, দাম ভাল মিলছে তাই কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহ বাড়াচ্ছেন। ভুট্টা চাষি শচীন মণ্ডল বলেন, আগে আমরা ভুট্টা চাষ করতাম না। ভুট্টা চাষে খরচ বেশি হলেও দাম ভাল পাওয়া যাচ্ছে। বিক্রি বাড়িতেই হয়ে যাচ্ছে। তাই আমরা এখন ভুট্টা চাষ করছি।

advertisement

আরও পড়ুন: আর কষ্ট নয়, এবার ঘরে বসেই হবে মোটা টাকা আয়, রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন পরিযায়ী শ্রমিক

বর্তমানে তিনটি মরশুমে মালদহ জেলায় প্রায় চার লক্ষ ৮০ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি রবি মরশুমের জেলায় ভুট্টা চাষ হচ্ছে ২৮ হাজার হেক্টর জমিতে। গত মরশুমে চাষ হয়েছিল প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে। বিগত কয়েক বছর আগে শুধুমাত্র রবি মরশুমে মালদহে ভুট্টা চাষ হত ১৫-১৮ হাজার হেক্টর জমিতে।

advertisement

View More

আরও পড়ুন: কুয়াশা, শীতের হাত থেকে কীভাবে বাঁচাবেন বোরো ধানের বীজতলা? মেনে চলুন এই টিপস

মালদহ জেলার কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, মালদহে একাধিক ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। এছাড়াও বয়লার মুরগির চাষের একটি খামার তৈরি হয়েছে। তাই জেলায় ভুট্টার চাহিদা বেড়েছে। গ্রীষ্ম ও বর্ষার মরশুমে চাষ হত ৫ থেকে ১০ হাজার হেক্টর জমিতে। এই দুই মরশুমেও বাড়ছে ভুট্টা চাষের চাষের প্রবণতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: চাষ করলে বিক্রি হয়ে ‌যাচ্ছে জেলাতেই! হু হু করে বাড়ছে মালদহে এই চাষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল