উত্তরপ্রদেশের প্রয়োগরাজের মহাকুম্ভের বিপর্যয়ে নিখোঁজ জলপাইগুড়ির বেলাকোবার এক মহিলা। পরিবার সূত্রে জানা যায়, বছর ৫৫-র রেশমেই মেহেরের খোঁজ মিলছে না। মহিলার বাড়ি জলপাইগুড়ি জেলার বেলাকোবার শিকারপুরের চা-বাগান এলাকায়। গত ২৭ জানুয়ারি রেশমেই মেহের স্থানীয় কয়েকজন প্রতিবেশী ও স্বামীর সঙ্গে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্য রওনা দেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। গত বুধবার প্রয়াগরাজ পৌঁছে স্নানের উদ্দেশ্যে গঙ্গায় যান । এরপরই ঘটে যায় ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা। ওই বিপর্যয়ের পর থেকে মহিলার আর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বামী-সহ প্রতিবেশীরা। অনেক খোঁজাখুজির পরও তাঁর সন্ধান মেলেনি। মহিলার ছেলে জানিয়েছেন, ” বুধবার স্নানের পর থেকে মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে একাই ফিরতে হয়েছে বাড়িতে।”
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 1:35 PM IST
