এই বোতল ছাতা নিয়ে দোকানিদের জিজ্ঞেস করতে জানা গেল যে এমন ছাতা বাজারে নতুন এসেছে। এ বছর দারুণ বিক্রি রয়েছে ছাতার। ছাতা ব্যবসায়ী, রাহুল সরকার বলেন, ‘‘এই ছাতার মূল বিশেষত্ব হল। এই প্লাস্টিকের কভার। বোতলের ঢাকনা হল ছাতার হ্যান্ডেল আর বোতলটি হল ছাতার কভার। একটা হালকা প্যাঁচ রয়েছে বোতলের মুখে। বোতল খুললেই ছাতা বেরিয়ে আসবে। ব্যবহার করে সেটিকে আবার বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে খুব সহজেই বহন করা যাবে এই বোতল ছাতা।’’
advertisement
বিশেষত বৃষ্টির দিনে ভিজে ছাতা রাখার জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু এই ছাতা কিনলে রাখার জায়গার অভাব হবে না। বোতলে ঢুকিয়ে দিব্যি ব্যাগের মধ্যে রেখে দিতে পারবেন এই বোতল-ছাতা। ছাতা কিনতে এসে পদ্মপর্ণা রায় বলেন, ‘‘বাজারে ছাতা কিনতে এসেছিলাম। ছাতার দোকানে এসে দেখি সারি সারি বোতল ঝুলছে। জিজ্ঞেস করতেই দোকানিরা বলেন যে এটা আসলে ছাতা। দারুণ লাগল জিনিসটা । বৃষ্টির দিনে উপকারী জিনিস। বাচ্চারা ব্যবহার করতে পারবে। বোতলের জন্য জল ব্যাগের মধ্যেও পড়বে না। আজ আমি বাড়ির জন্য দুটো ছাতা নিয়ে গেলাম।’’
তবে শুধু বোতল আকারের ছাতা নয়। ক্যাপসুল, কলা আকারের ছাতাও রয়েছে সেই দোকানগুলিতে। চাহিদাবেশি বোতল-ছাতার। দামটাও মাত্র ২৫০টাকা। তাই ছাতা কিনতে হলে এই বোতল ছাতা কিনে দেখাই যেতে পারে ।