পাহাড় বনধের দিন ছাত্র-ছাত্রীদের জন্য বাসের সংখ্যা বাড়াচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে বাস বাড়বে। এখন দিনে ১৪ টি বাস চলাচল করে। সেটি দ্বিগুণের বেশি করা হবে বলে জানিয়েছে পরিবহণ সংস্থা। এছাড়া ৭৫টি অতিরিক্ত বাস থাকবে পরীক্ষার্থীদের জন্য। প্রয়োজনে পুলিশ এসকর্ট করবে ছাত্র-ছাত্রীদের বাসের।
আরও পড়ুন: 'বঙ্গ ভঙ্গ করতে দেবো না', শিলিগুড়ি পৌঁছেই চ্যালেঞ্জ মমতার! বনধ নিয়েও হুঁশিয়ারি
advertisement
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান,পার্থ প্রতিম রায় বলেন, "আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গোটা উত্তরবঙ্গ জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৭৫ পরীক্ষা স্পেশাল পরিষেবা চালাবে। পাহাড়েও চলবে অতিরিক্ত বাস পরিষেবা পরীক্ষার দিনগুলিতে।"
আরও পড়ুন: তাপমাত্রার পারদ চড়ছে ক্রমশ, থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখুন কী হতে চলেছে এই জেলায়
প্রসঙ্গত, সূত্রের খবর, পাহাড়ে বনধের ডাক দেওয়ার এই খবর ইতিমধ্যেই পর্ষদে এসে পৌঁছেছে। গোটা বিষয়টি নিয়েই আলাপ-আলোচনা শুরু করছে মধ্যশিক্ষা পর্ষদ। শিলিগুড়ি জেলার ডিআই-কে গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর করার নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। তথ্য অনুযায়ী, কালিম্পং জেলায় মোট মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে ৩৩ থেকে ৩৪ টি। মোট পরীক্ষা দেবেন ৩,৪৩৯ জন। দার্জিলিং-এ মোট ৩৭ টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। ৫৩২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।