আরও পড়ুন: চাষ ছেড়ে দিনমজুর হয়েছিলেন, সোলার ফেন্সিং-এর হাত ধরে ফিরল সুদিন
শনিবার মাধ্যমিকের ভৌতবিঞ্জান পরীক্ষা। যথারীতি সকাল ৯:৪৫ থেকে রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা। সেই পরীক্ষায় বসার জন্যই দাদার বাইকে চড়ে রওনা হয়েছিল এন্টিলা মুন্ডা। অন্যদিনের থেকে আজ কিছুটা দেরি হয়ে গিয়েছিল লতাবাড়ি হাইস্কুলের এই ছাত্রীর। তার পরীক্ষার সিট পড়েছে কালচিনি হিন্দি হাইস্কুলে। সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তার দাদা তাড়াতাড়ি বাইক চালাচ্ছিল। সেই সময়ই হঠাৎ একটি গাড়ি তাদের বাইকের সামনে চলে আসে। কোনওরকমে তাকে পাশ কাটাতে গিয়ে বেসামাল হয়ে পড়ে বাইক, রাস্তায় ছিটকে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এন্টিলা মুন্ডা নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাই উন্নত মানের চিকিৎসার জন্য ওই ছাত্রীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি ব্লক প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা উপস্থিত আছেন।
অনন্যা দে