TRENDING:

Madan Mohan Rath Yatra: আর থাকছে না একশ ছুঁই ছুঁই পুরনো রথ, মদনমোহন দেবের জন্য তৈরি হচ্ছে নতুন বাহন

Last Updated:

চলতি বছর নতুন রথে চড়বেন মদনমোহন দেব। রথের উচ্চতা হবে প্রায় ২১ ফুট। সম্পূর্ণ শাল ও সেগুন কাঠ দিয়ে নির্মাণ হচ্ছে এই রথ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রাজ-আমলে স্থাপন করা হয়েছিল কোচবিহার মদনমোহন বাড়ির মন্দির। দীর্ঘ অনেকটা সময় ধরে এই মন্দিরে মদনমোহন দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের আগে রথের দুটো চাকা পরিবর্তন করতে হয়েছিল। তার আগের বছর কোচবিহার কাচারি মোড় এলাকায় রথের চাকা ভেঙে যায়। তাই চলতি বছরে নতুন করে রথ নির্মাণের কাজ শুরু করা হয়েছে দেবোত্তর ট্রাস্ট বোর্ড দ্বারা ডাঙর আই মন্দিরে।
advertisement

রথ নির্মাণের কাঠের কারিগর হরেকৃষ্ণ সূত্রধর জানান, ” মোট তিনজন মিলে রথ নির্মাণের কাজ করছি। আমার সঙ্গে রয়েছেন নারায়ণ সূত্রধর ও মনীন্দ্র সূত্রধর। সকলেই বংশপরম্পরায় কাঠ মিস্ত্রি। রথ সারানোর কাজ শুরু হয়েছে ৭- ৮ দিন আগে। ইতিমধ্যেই বেশ কিছুটা কাজ এগিয়েছে। ২ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে।” দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি পবিত্রা লামা জানান, “চলতি বছরে নতুন রথে চড়বেন মদনমোহন দেব। রথের উচ্চতা হবে প্রায় ২১ ফুট। শাল ও সেগুন কাঠ দিয়ে নির্মাণ হচ্ছে এই রথ।”

advertisement

জেলার এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, ” আনুমানিক ১৯৩০ দশকে এই রথটি নির্মাণ করা হয়। বর্তমানে রথটির বেহাল অবস্থা। তাই নতুন রথ নির্মাণ করা হচ্ছে। তবে নতুন রথটি যেন আগের রথের অনুকরণে তৈরি হয়, সেটা সুনিশ্চিত করতে হবে দেবোত্তর ট্রাস্ট বোর্ডকে। অবশ্যই শাল ও সেগুন কাঠ দিয়ে যেন রথ তৈরি হয়। পুরনো রথটিকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করতে হবে।\”

advertisement

চলতি বছর রথের মেলায় আর পুরনো রথ চোখে পড়বে না। এবারে নবনির্মিত রথে চড়বেন মদনমোহন দেব।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madan Mohan Rath Yatra: আর থাকছে না একশ ছুঁই ছুঁই পুরনো রথ, মদনমোহন দেবের জন্য তৈরি হচ্ছে নতুন বাহন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল