আরও পড়ুনঃ নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভার! অর্ধেক হবে বিমানবন্দরে যাওয়ার ভোগান্তি
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তুকি যোগ্য সমস্ত গ্যাস সংযোগের ক্ষেত্রেই বায়োমেট্রিক নথিভুক্তকরণের নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানাচ্ছে বিভিন্ন গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ। গ্রাহকদের অনেকেরই আশঙ্কা বা আতঙ্ক নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বায়োমেট্রিক নথিভুক্ত না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না তো? এই আতঙ্কেই যতদিন গড়াচ্ছে, ততই বাড়ছে লম্বা লাইন। ঠিক যেভাবে নোটবন্দির সময় অথবা করোনা টিকার ডোজ নেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন উদ্বিগ্ন মানুষ।
advertisement
এখন সেভাবেই গন্তব্য গ্যাস ডিলারদের দোকান। দোকান খোলার আগে সাত সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ। এরপর দিনভর আর লাইনে লোক কমছে না। একদল যাচ্ছেন তো আরেক দল লাইনে এসে দাঁড়িয়ে পড়ছেন। এরইমধ্যে গ্রাহকরা খুব্ধ “লিঙ্ক ফেলিওর’ সমস্যায়। কারণ, বেশিরভাগ সময়েই লিংকের সমস্যায় কাজ এগোচ্ছে না।