New Flyover in Kolkata: নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভার! অর্ধেক হবে বিমানবন্দরে যাওয়ার ভোগান্তি

Last Updated:

নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভার (Flyover)। ইএম বাইপাসের (EM Bypass) উপরে হতে চলেছে এই ফ্লাইওভার। বাইপাসের ধারে নতুন ফ্লাইওভার তৈরির পরিকল্পনার কথা চলছে বহুদিন ধরেই।

নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভারের কাজ শুরু
নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভারের কাজ শুরু
কলকাতাঃ নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভার (Flyover)। ইএম বাইপাসের (EM Bypass) উপরে হতে চলেছে এই ফ্লাইওভার। বাইপাসের ধারে নতুন ফ্লাইওভার তৈরির পরিকল্পনার কথা চলছে বহুদিন ধরেই। সূত্রের খবর অনুসারে, সব ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এই ফ্লাইওভার তৈরির কাজ চালু করা হবে।
প্রায় ৬ কিমি লম্বা হতে চলেছে এই উড়ালপুল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মেট্রোপলিটন ক্রসিং থেকে নিউ টাউন সংলগ্ন মহিষবাথান পর্যন্ত বিস্তৃত হতে চলেছে এই ফ্লাইওভারটি। যত দ্রুত সম্ভব এই ফ্লাইওভারের কাজ শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের গতি বাড়াতে একাধিক উড়ালপুলের (Flyover) প্রস্তাব করেছে রাজ্য নগরায়ন দফতর। তার মধ্যে অন্যতম হল বাইপাসের (Bypass) উপর এই নয়া উড়ালপুল।
advertisement
advertisement
সম্প্রতি নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। ইতিমধ্যেই উড়ালপুলটি তৈরির জন্য রাজ্য পূর্ত দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুসারে, পুরো প্রকল্পটির জন্য একটি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআরও তৈরি করেছিল কেএমডিএ। তবে, নতুন নির্দেশিকা পাওয়ার পর সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে পূর্ত দফতরের হাতে। সেই রিপোর্টে কোনও বদল আনার দরকার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সব দেখাশোনার পর কাজ শুরু হতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
advertisement
প্রথমদিকে, উড়ালপুলটি তৈরি করতে অনুমানিক ৭২৭ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু, বহু সময় কেটে গেছে তার মধ‍্যে। তাই বর্তমান হিসেবে প্রকল্পের খরচ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
এই ফ্লাইওভারের কাজ শেষ হলে কলকাতা বিমানবন্দর যাওয়ার ক্ষেত্রে বিস্তর সুবিধা হবে। এছাড়াও চিংড়িহাটা ক্রসিং, সেক্টর ফাইভের যানজট এড়িয়ে নিউটাউনের মুখে পৌঁছনো সম্ভব হবে খুব তাড়াতাড়ি। সেখান থেকে VIP রোড ধরে বিমানবন্দরে পৌঁছনো অনেক সহজ হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Flyover in Kolkata: নতুন বছরে শহরের বুকে নয়া ফ্লাইওভার! অর্ধেক হবে বিমানবন্দরে যাওয়ার ভোগান্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement