স্থানীয় সূত্রে জানা যায়, “দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি এলাকায় বাসিন্দা আজহার আলি। পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভাল নয় তাঁর। তবে তিনি প্রায়শই দিনহাটার কুচনির আমতলা এলাকা থেকে লটারির টিকিট কাটতেন। এবার টিকিট কেনার পর তা মেলাতে গিয়ে তিনি জানতে পারেন তাঁর কেনা টিকিটে তিনি এক কোটি টাকা পেয়েছেন। এমন ঘটনায় জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। লটারিতে প্রথম পুরস্কার পেয়ে খুশি হয়েছে আজহার আলি ও তাঁর পরিবার।”
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল দূর করে! অবহেলায় বেড়ে ওঠা এই শাক ক্যানসারেও কাজ দেয়!
আজহার আলি জানান, “তিনি এক প্রকার নেশার বশেই প্রতিদিন লটারির টিকিট কেনেন। তবে এতদিন পর্যন্ত বেশি টাকার পুরস্কার তিনি জিততে পারেননি। এই প্রথম লটারিতে পুরস্কার পেয়েছেন তিনি এক কোটি টাকা। ভবিষ্যত দিনে এই টাকা তিনি চিন্তা ভাবনা করে খরচ করবেন। তবে এখনও তিনি টাকা খরচের বিষয়ে কোনও চিন্তা ভাবনা করেননি।” দিনহাটা মহকুমায় এভাবে এক কোটি টাকা পুরস্কার জেতার কারণে টিকিট বিক্রেতারা ও ক্রেতারা উৎসাহিত হয়েছেন। অধিকাংশ টিকিট বিক্রেতাদের মতে এই পুরস্কারের কারণে কিছুটা হলেও টিকিট বিক্রি বাড়বে দিনহাটায়।
Sarthak Pandit