হাতে লটারির প্রথম পুরস্কার দেখে চমকে গেলেন নিজেই। ১ কোটি টাকা পুরস্কারের টিকিট হাতে বাড়ি ফিরলেন মালদহের রতুয়া থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। মাত্র ১২০ টাকার টিকিটে ভাগ্য খুলল সিভিক ভলান্টিয়ারের। ডিয়ার লটারিতে পেলেন ১ কোটি টাকা। কোটিপতি হতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল সেই সিভিক ভলেন্টিয়ারের পরিবার।
আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা
advertisement
মালদহের রতুয়ার বৈকুন্ঠপুরের বাসিন্দা কৌশিক ঘোষ বর্তমানে রতুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান, মঙ্গলবার তিনি চাঁচল হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় চাঁচল স্ট্যান্ড এলাকায় ১২০ টাকার লটারির টিকিট কাটেন। এরপর বাসে করে রওয়ানা হন শিলিগুড়ির উদ্দেশ্যে। বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। মাঝপথেই তিনি তাঁর টিকিটের নম্বর মেলান রেজাল্টের সঙ্গে। নম্বর মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে।
আরও পড়ুন: চিত্রাঙ্গদার ঘাড়ে উঠে পড়লেন জ্যাকি শ্রফ! এ কী অস্বস্তিকর দৃশ্য, কী করছেন? ছিঃ ছিঃ নেটপাড়ায়, দেখুন
লক্ষ্য করে দেখেন তাঁর হাতের টিকিটেই ১ কোটি টাকা প্রথম পুরস্কার লেগেছে। এরপর সঙ্গে সঙ্গে মাঝপথেই গন্তব্য বদলে ফেলেন তিনি। তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারের সকলকে গোটা বিষয়টি জানান। স্বভাবতই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পরিবার। তিনি আরও বলেন, “বহুদিন থেকেই একটা ভাল বাড়ি করব বলে স্বপ্ন দেখেছিলাম। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করারও ভাবনা-চিন্তার রয়েছে বলে জানান তিনি।”
জিএম মোমিন