তাই ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে ফিরে পাওয়ার আগে অবশ্যই ফোনটিতে প্রথমেই সিম লক করে দেওয়া উচিত। এর জন্য মোবাইল ফোন হারিয়ে গেলে প্রথমেই আপনার অপারেটর সার্ভিস এ ফোন করে সিম লক করে দিতে হবে। চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। এছাড়া মোবাইলে সব সময় পাসওয়ার্ড দিয়ে রাখুন যাতে আপনার ফোন অন্য কারো হাতে গেলে সে ব্যবহার করতে না পারে।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: বারবার একই ভুল! আর কবে নিজেকে শোধরাবেন বিরাট কোহলি?
মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল ফোন অবশ্যই পাওয়া সম্ভব। এর জন্য মোবাইল হারিয়ে গেলে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হবে। ফোনের আই এম আই নম্বর, ফোনে ব্যবহৃত সিমের নম্বর প্রভৃতি উল্লেখ করতে হবে। এছাড়া ফোন ক্রয়ের রশিদ, সিম রেজিস্ট্রেশনের ডকুমেন্ট ইত্যাদির কপি দিতে হবে। এরপর ডিউটিরত অফিসার আবেদনকারী কে একটি জিডি নম্বর প্রদান করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি মোবাইলটির আইএমআই নম্বর দিয়ে ট্যাগ করে সেটটি উদ্ধার করার চেষ্টা করবেন। পরবর্তী সময়ে মোবাইল ফোনটি খুজে পাওয়া গেলে ওসির মাধ্যমে আবেদনকারী তা ফেরত পাবেন। এই সেবা পুলিশের সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন গ্রাহকরা।
পিয়া গুপ্তা




