অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ হয়ে গিয়েছে। তবে মালদাহের দুটি আসনের ভোট এখনও বাকি। তার আগে সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে সোচ্চার হল জেলার আদিবাসী সংগঠনগুলি। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে নানা বিষয় তুলে ধরা হয়েছে। এলাকা ভিত্তিক উন্নয়ন থেকে শুরু করে সমাজের উন্নয়নকে তুলে ধরেছে রাজনৈতিক দলগুলি। কিন্তু আদিবাসীদের সারনা ধর্মের স্বীকৃতি প্রদানের কথা কোনও রাজনৈতিক দল তাদের ইস্তেহারে উল্লেখ করেনি।
advertisement
আরও পড়ুন: বৈশাখে অসময়ের চড়ক দেখতে এখানে উপচে পড়ে মানুষের ভিড়
আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহের দুটি আসনে। তার আগে জেলার আদিবাসী সংগঠনগুলি কার্যত ভোট বয়কটের ডাক দিল। আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড দিশম পার্টি।
আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সভাপতি মোহন হাঁসদা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আদিবাসী ভোটারদের ব্যবহার করছে। আমরা দীর্ঘদিন ধরে সারনা ধর্মের স্বীকৃতির দাবি জানিয়ে আসছি। কিন্তু কেউ এখনও পর্যন্ত এগিয়ে আসেনি। এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। আমরা লোকসভা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাব আদিবাসীদের। কেন্দ্র ও রাজ্যের দুই সরকারই আদিবাসীদের জন্য প্রকৃতপক্ষে কিছু করছে না বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন: মনসাই নদীর চরের তরমুজ খেলে স্বাদ মুখে লেগে থাকবে!
উত্তর মালদহ ও দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র মিলিয়ে জেলায় প্রায় এক লক্ষ আদিবাসী ভোট আছে। উত্তর মালদহের হবিবপুর, বামনগোলা, গাজোল ব্লকে সবচেয়ে বেশি আদিবাসী ভোট আছে। ফলে দুই আদিবাসী সংগঠন ভোট বয়কটের ডাক দেওয়ায় তার ব্যাপক প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।
হরষিত সিংহ