প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ হবে দার্জিলিঙে। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। পাহাড়ি এই গ্রামের মানুষেরা কেমন রয়েছে তা জানতেই আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম রোহিনীতে।
আরও পড়ুন: তীব্র গরমে ডায়রিয়া আতঙ্ক আরামবাগের গ্রামে
গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত রকম সুবিধাই পাচ্ছেন। গ্রামে জলের কোনও সমস্যা নেই। রেশন, লক্ষ্মীর ভাণ্ডার সব প্রকল্পের সুবিধাই পাচ্ছেন তাঁরা। পাহাড়ি এই গ্রামের মহিলারা ভীষণ খুশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে। তাঁদের কথায়, আমাদের এখানে কোনওরকম সমস্যা নেই। আমরা সমস্ত রকম সুযোগ সুবিধাই পাচ্ছি
advertisement
গ্রামের বাসিন্দা ঊষা শর্মা বলেন, আমরা সবদিক দিয়েই সুবিধা পাচ্ছি। তবে ভোট নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। সরকার যেই গড়ুক পাহাড়ের উন্নয়ন হলেই আমরা খুশি। অন্য দিকে গ্রামের আরেক বাসিন্দা শুভম ভূরা বলেন, গ্রামে আপাতত কোনও সমস্যা নেই। তবে এবারের ভোটে পাহাড়ে হওয়া বদল হবে বলে মনে হচ্ছে। গত সরকার কিছুই করেনি পাহাড়ের জন্য। এবার অন্য সিদ্ধান্ত নিতে পারে পাহাড়ের মানুষ
অনির্বাণ রায়