দার্জিলিং-র মোট ভোটদাতার সংখ্যা ১৬,১১,৩১৭। ২০১৯-এ ভোট দিয়েছিলেন ১২,৬৭,২৭০ জন। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের প্রায় সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই। ভোট প্রাপ্তির নিরিখে বাম-কংগ্রেস পিছিয়ে ছিল অনেকটাই। ২০১৯ সালে দার্জিলিঙে বিজেপির টিকিটে গত বার তৃণমূলের অমর সিং রাইকে হারিয়ে জিতেছিলেন রাজু বিস্তা । পেয়েছিলেন ৭ লাখ ৫০ হাজার ৬৭ ভোট । এবারও বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা।
advertisement
আরও পড়ুন: চাকরির ইন্টারভিউতে নাচতে বলা হল যুবতীকে! এক ঘর লোকের সামনে একী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও
রাজু বিস্তা বলেন, ” এই জয় পাহাড়ের মানুষের জয়। গোর্খা জনজাতি যে স্বপ্ন নিয়ে বাঁচছে, এই জয় সেই স্বপ্নের জয়। ‘ তিনি আরও বলেন, বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছিল। এই জয় তাদেরও জয়। বাংলায় জিতলেও পাহাড় জয় কিন্তু এবারেও অধরা থেকে গেল তৃণমূলের। অন্য দিকে পাহাড়ে ফের জেতার পর আগামী লক্ষ্যে এগিয়ে যাবার দিকে অবিচল রাজু বিস্তা।
অনির্বাণ রায়