TRENDING:

Lok Sabha Election 2024: ভোটে দেদার কালো টাকার ব্যবহার, দক্ষিণ মালদহের চার বিধানসভা কমিশনের নজরে

Last Updated:

গত নির্বাচনে দক্ষিণ মালদহের বিভিন্ন জায়গায় কালো টাকা ব্যবহার হয়েছে, এমনই তথ্য রয়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই তথ্যসূত্র ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে বাড়তি নজরদারি দক্ষিণ মালদহ লোকসভার চারটি বিধানসভা কেন্দ্রে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ও ঘোষণা করার পরই শান্ত শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। নির্বাচনে পেশী শক্তির ব্যবহার ঠেকানোর পাশাপাশি কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঠেকানোর কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর তারপরই দক্ষিণ মালদহ লোকসভার চারটি বিধানসভাকে এর জন্য বিশেষভাবে চিহ্নিত করা হল।
advertisement

আরও পড়ুন: ভুটান থেকে আসা ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

গত নির্বাচনে দক্ষিণ মালদহের বিভিন্ন জায়গায় কালো টাকা ব্যবহার হয়েছে, এমনই তথ্য রয়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই তথ্যসূত্র ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে বাড়তি নজরদারি দক্ষিণ মালদহ লোকসভার চারটি বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যে নির্বাচন কমিশনার পক্ষ থেকে ওই চারটি বিধানসভা ক্ষেত্রে ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। নির্বাচন চলাকালীন দক্ষিণ মালদহ লোকসভার চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

advertisement

লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভাকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের এমন নির্দেশি কার্যত নজিরবিহীন। মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা চিহ্নিত করা হয়েছে। গত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে বেআইনি কার্যকলাপ, কালো টাকার ব্যবহার ব্যাপক মাত্রায় হয়েছে। নির্বাচন কমিশন তাই এবার এই বিধানসভাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করেছে। ভোট পর্ব চলাকালীন কেন্দ্রীয় একাধিক এজেন্সি এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে নিয়মিত নজরদারি চালাবে। ওই চারটি বিধানসভা কেন্দ্র হল- ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও ফারাক্কা।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরমধ্যে বাকি তিনটি বিধানসভা মালদহ জেলার অন্তর্গত হলেও ফারাক্কা মুর্শিদাবাদ জেলায় পড়ে। নির্বাচন কমিশনের এই নির্দেশের ফলে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই চার বিধানসভার ওপর ভোট চলাকালীন বিশেষ নজরদারি চালাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটে দেদার কালো টাকার ব্যবহার, দক্ষিণ মালদহের চার বিধানসভা কমিশনের নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল