দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার ৫০৯ জন।তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন।মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৯৯৯টি। এর মধ্যে ৪০০টি শহরাঞ্চলে। দার্জিলিং-এর পুলবাজার ব্লকের অধীনে দুর্গম এলাকার তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ২৪ এপ্রিল রওনা হবেন। সেই তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫০০ জন।
advertisement
লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে ৮২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট ১৯৯৯টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।দার্জিলিংয়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, প্রতিটি বুথে সিসিটিভি বসিয়ে ওয়েব কাস্টিং বাধ্যতামূলক থাকছে। লোকসভার অধীনে মোট ৫৪টি মহিলা পরিচালিত অর্থাৎ মডেল বুথ রয়েছে।মহিলা পরিচালিত মোট ৫৪টি মডেল বুথের মধ্যে সবচেয়ে বেশি কালিম্পংয়ে ২৫টি বুথ রয়েছে। এছাড়া কার্শিয়াংয়ে সাতটি, দার্জিলিং, মাটিগাড়া- নকশালবাড়ি , শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় পাঁচটি করে এবং চোপড়ায় দুটি বুথ রয়েছে।
অনির্বাণ রায়