TRENDING:

Lok Sabha Election 2024: মোদির সভায় পোয়াবারো শসা-লেবু জল বিক্রেতাদের, গরমে 'রথ দেখা কলা বেচা' একসঙ্গে

Last Updated:

Lok Sabha Election 2024: বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানকে দূর থেকে দেখলে যে কারোরই মনে হত যেন মেলা বসেছে৷ তবে একটু কাছে আসতেই সেই ধারণা ভুল প্রমাণিত হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে কার্যত মেলার চেহারা নিল বালুরঘাট রেল স্টেশন চত্বর। মঙ্গলবার দুপুরে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানে বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জনসভাকে কেন্দ্র করে রেল স্টেশন চত্বরে বিভিন্ন দোকানপাট বসে কার্যত মেলার রূপ নেয়।
advertisement

এদিন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানকে দূর থেকে দেখলে যে কারোরই মনে হত যেন মেলা বসেছে৷ তবে একটু কাছে আসতেই সেই ধারণা ভুল প্রমাণিত হয়। অনেকে আবার মজা করে বলেন, বালুরঘাট স্টেশন চত্বরে মোদি মেলা বসেছিল। মোদির হাই ভোল্টেজ সভা ঘিরে দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চরমে।

advertisement

আর‌ও পড়ুন: আলু-ধান-পাট ছেড়ে চিনা বাদামের চাষ, পকেট উপচে পড়ছে চাষিদের

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দ্বিতীয়বার বালুরঘাট থেকে সংসদে পাঠানোর জন্য এদিন মোদি সভা করেন। কিন্তু প্রকৃতি বড়ই বিরূপ ছিল মঙ্গলবার। চড়া রোদ, ছিল না হাওয়া। এই তীব্র গরম সত্ত্বেও মানুএর ঢল নেমেছিল। ছিল না উৎসাহের অভাব। ফলে অচিরেই ভোট প্রচারের সভা কার্যত জনসমুদ্রের চেহারা নেয়।

advertisement

View More

এদিকে প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে দোকান দেওয়া এক ব্যক্তি জানেন, জনসভায় আসা বিজেপি কর্মী সমর্থকরা তীব্র গরমে একটু স্বস্তি পেতে দেদার শসা থেকে ঠান্ডা পানীয়, আখের রস কিনে খেয়েছেন। ভাল বিক্রি বাটা হয়েছে। এদিন সমাবেশ চত্বরে সব থেকে বেশি বিক্রি হয়েছে শসা, ঠান্ডা পানীয়, আখের রস। এছাড়াও বাদাম, জিলিপি, পেট ভরা খাবারের হোটেল সহ বহু দোকান বসেছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: মোদির সভায় পোয়াবারো শসা-লেবু জল বিক্রেতাদের, গরমে 'রথ দেখা কলা বেচা' একসঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল