TRENDING:

Lok Sabha Election 2024: দুয়ারে ভোট! প্রচারের শেষ লগ্নে আজ কোচবিহারে সভা অভিষেকের

Last Updated:

Lok Sabha Election 2024: কোচবিহার লোকসভা নিয়ে আজ, শেষ দফার প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই কোচবিহার জেলা নেতৃত্বের সঙ্গে নিয়ে হবে তাঁর জনসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ কোচবিহার লোকসভা নিয়ে আজ, শেষ দফার প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই কোচবিহার জেলা নেতৃত্বের সঙ্গে নিয়ে হবে তাঁর জনসভা। ভোট ঘোষণা হওয়ার পরেই বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লড়াই তুঙ্গে এই লোকসভা আসনে। ২০১৯ সালে এই আসনে জয়লাভ করে বিজেপি ৷ ২০২১ সালেও ভাল ফল হয় তাঁদের। যদিও বিধানসভায় ঘুরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস শিবির৷ এই পরিস্থিতিতে লোকসভা ভোটকে সামনে রেখে গত ২ এপ্রিল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সিতাইয়ে তিনি একটি রোড শো করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে চড়ছে পারদ! তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায়, নবান্নে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

সম্প্রতি উদয়ন গুহকে আক্রমণ করেছেন নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠরা৷ এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পালটা অভিযোগ করেছে বিজেপিও ৷ এই অবস্থায় দলীয় নেতাদের সামনে আজ জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন, সকলের নজর সেদিকেই ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য ওই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যারা অন্যদেরকে ভয় দেখাচ্ছে এবং সমাজবিরোধীদের সাহায্য করছে, তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। আমরা ব্যালটের মাধ্যমে বুলেটের জবাব দেব। কোচবিহারের মানুষ প্রমাণ করবে যে এই মাটিতে সন্ত্রাসবাদীদের কোনও স্থান নেই। যারা মানুষের শক্তিতে বিশ্বাস করে না, তারা কেবল এরকম সস্তা কৌশল এবং সহিংসতার পথ অবলম্বন করবে।’

advertisement

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতার কাছে ও মানুষের ক্ষমতার সামনে সত্যি কথা বলায় বিশ্বাস করি। আমি মনে করি সমগ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আগামী ১৯ এপ্রিল বিজেপিকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। এইবার বাংলার এই অঞ্চল থেকে আমাদের চমকপ্রদ ফলাফল হবে ৷ যেখানে বিজেপিকে তাঁদের নিজেদের ওষুধই খাওয়াতে হবে এবং যে ভাষায় তাঁরা বোঝে, বাংলার মানুষের পক্ষ থেকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার যাত্রা শুরু করেছেন কোচবিহার থেকে৷ গত চার তারিখ এই জেলায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মমতা বন্দোপাধ্যায় দিনহাটা ও রাসমেলা ময়দানে সভা করেন। এই লোকসভা আসনে সভা করেন প্রধানমন্ত্রীও। ফলে রাজনৈতিক দ্বৈরথ তুঙ্গে উত্তরের এই জেলায়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: দুয়ারে ভোট! প্রচারের শেষ লগ্নে আজ কোচবিহারে সভা অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল