Nabanna: হুড়মুড়িয়ে চড়ছে পারদ! তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায়, নবান্নে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Nabanna: তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । জলকষ্ট মোকাবিলায় আগে ভাগেই সতর্ক নবান্নর। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। দুপুর ১২টা থেকে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব।
কলকাতা: বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা৷ গরমের দাপটে ফুটছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷ কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷
তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গরম পড়তেই একাধিক জেলায় জলের সমস্যা শুরু হয়৷ জলকষ্ট মোকাবিলায় আগে ভাগেই সতর্ক নবান্নর। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। দুপুর ১২ টা থেকে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। তীব্র গরমে জলসঙ্কট হলে তার পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব।
advertisement
advertisement
বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সব জেলার জেলাশাসকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ নবান্নের।
বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এর আধিকারিক দের নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জল সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অত্যধিক গরমে জল সমস্যা মেটাতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব৷ নবান্ন সূত্রে খবর পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া এর একাধিক জায়গায় জলসমস্যা নিয়ে অভিযোগ এসেছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 11:59 AM IST