TRENDING:

Lok Sabha Election 2024: সুকান্তর এইমসের পাল্টা বিপ্লবের মেডিকেল কলেজ, স্বাস্থ্যের 'স্বাস্থ্য উদ্ধার' ঘিরে তর্জায় দু'পক্ষ

Last Updated:

Lok Sabha Election 2024: দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের চিকিৎসা করার ক্ষেত্রে বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। এই হাসপাতালগুলির পরিকাঠামোর অভাব, দক্ষ চিকিৎসক না পাওয়ার মত বিষয় থাকায় একটু জটিল অসুখ হলেই অন্য জেলায় ছুটতে হয় বাসিন্দাদের, এমনটাই দাবি স্থানীয়দের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রের ভোট প্রচারে মূল ইস্যু হিসেবে উঠে এসেছে জেলার স্বাস্থ্য ব্যবস্থার হালহকিকত। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন, ভোটে জিতলে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ তৈরির বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। অপরদিকে বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার বলছেন, ভোটে জিতলে জেলায় এইমসের ধাঁচে অত্যাধুনিক হাসপাতাল তৈরির জন্য দিল্লিতে দরবার করবেন।
advertisement

এক কথায় বললে বালুরঘাট কেন্দ্রের ভোটে এবার মূল বিষয় হল দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। গঙ্গারামপুরের সভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গের সবথেকে পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর। তিনি এবারেও জিতলে এইমসের মত উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করতে চান। ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে এনেছেন বলে দাবি করেন।

advertisement

আর‌ও পড়ুন: পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিন হয়ে উঠল রাত, কতটা প্রভাব পড়ল রেডিও তরঙ্গে?

পাল্টা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের কটাক্ষ, পাঁচ বছরে যে ব্যক্তি একটি পানের দোকান করে দিতে পারেননি তিনি ভোট প্রচারে বেরিয়ে এইমসের কথা বললে সাধারণ মানুষ বিশ্বাস করবে কেন? ঘটনা হলো বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের চিকিৎসা করার ক্ষেত্রে বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। এই হাসপাতালগুলির পরিকাঠামোর অভাব, দক্ষ চিকিৎসক না পাওয়ার মত বিষয় থাকায় একটু জটিল অসুখ হলেই অন্য জেলায় ছুটতে হয় বাসিন্দাদের। তবে চিকিৎসা পরিষেবার উন্নতিতে কার শ্রুতিতে আস্থা রাখবেন তা শেষ চালে জনতা জনার্দনই ঠিক করবেন।

advertisement

View More

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: সুকান্তর এইমসের পাল্টা বিপ্লবের মেডিকেল কলেজ, স্বাস্থ্যের 'স্বাস্থ্য উদ্ধার' ঘিরে তর্জায় দু'পক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল