এক কথায় বললে বালুরঘাট কেন্দ্রের ভোটে এবার মূল বিষয় হল দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। গঙ্গারামপুরের সভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গের সবথেকে পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর। তিনি এবারেও জিতলে এইমসের মত উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করতে চান। ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে এনেছেন বলে দাবি করেন।
advertisement
আরও পড়ুন: পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিন হয়ে উঠল রাত, কতটা প্রভাব পড়ল রেডিও তরঙ্গে?
পাল্টা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের কটাক্ষ, পাঁচ বছরে যে ব্যক্তি একটি পানের দোকান করে দিতে পারেননি তিনি ভোট প্রচারে বেরিয়ে এইমসের কথা বললে সাধারণ মানুষ বিশ্বাস করবে কেন? ঘটনা হলো বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের চিকিৎসা করার ক্ষেত্রে বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। এই হাসপাতালগুলির পরিকাঠামোর অভাব, দক্ষ চিকিৎসক না পাওয়ার মত বিষয় থাকায় একটু জটিল অসুখ হলেই অন্য জেলায় ছুটতে হয় বাসিন্দাদের। তবে চিকিৎসা পরিষেবার উন্নতিতে কার শ্রুতিতে আস্থা রাখবেন তা শেষ চালে জনতা জনার্দনই ঠিক করবেন।
সুস্মিতা গোস্বামী