TRENDING:

Lok Sabha Election 2024: ভোট দিতে যাওয়ার সময় বিপদ হবে না তো! জঙ্গল পথ নিয়ে আতঙ্কে বন বস্তিবাসীরা

Last Updated:

Lok Sabha Election 2024: জঙ্গল পথে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে হয়। আগে জংলী প্রাণী বিশেষত হাতি সামনে থাকলেও কিছুই করত না। ছুটে আসত না বুনো মোষ বা বাইসন৷ এখন সময় বদলেছে। গাছগাছালি ক্রমেই কমে যাওয়ায় বেড়েছে বন্যপ্রাণীদের খাদ্যের অভাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বন্যপ্রাণের আতঙ্ক নিয়েই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবেন বন বস্তিবাসীরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত গরুমারা জাতীয় উদ্যানের বিছাভাঙা বুথ। ভোটার রয়েছেন প্রায় পাঁচশো। এঁরা সবাই সুরসুতি, বামনি, বিছাভাঙা বনবস্তিবাসীগুলোর বাসিন্দা। এদিকে ভোট দিতে যাওয়া নিয়ে বেশ ভয় আছে ভোটারদের মধ্যে।
advertisement

বাসিন্দাদের কথায়, জঙ্গল পথে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে হয়। আগে জংলী প্রাণী বিশেষত হাতি সামনে থাকলেও কিছুই করত না। ছুটে আসত না বুনো মোষ বা বাইসন৷ এখন সময় বদলেছে। গাছগাছালি ক্রমেই কমে যাওয়ায় বেড়েছে বন্যপ্রাণীদের খাদ্যের অভাব। মেজাজও বদলেছে তাদের। এখন মানুষ দেখলেই আক্রমণ করার প্রবণতা দেখা যায় জঙ্গলের হাতি, বাইসন, মোষদের মধ্যে। ফলে ভোট দিতে যাওয়ার সময় বিপদ না ঘটে, সেই আশঙ্কা কিছুটা হলেও দেখা যাচ্ছে এখানকার বাসিন্দাদের মধ্যে।

advertisement

আর‌ও পড়ুন: রামপুরহাট স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ, পরনে শুধু প্যান্ট

এই প্রসঙ্গে লাটাগুড়ি বনাঞ্চলের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বনবস্তির বাসিন্দাদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে বন্যপ্রাণীদের খাবার, পানীয় জল, বাসস্থানের উপর দখলদারি শুরু করায় এই বিপদ দেখা দিয়েছে বলে তাঁর অভিমত। তবে বর্তমানে বনবস্তির ভোটদাতাদের জন্য বিভিন্ন রাজনৈতিক দল গাড়ি, টোটোর ব্যবস্থা করে। বিছাডাঙা প্রাথমিক স্কুলের বুথে মূলত ভোট দেন এই বন বস্তিবাসীরা। সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে বুথ সুরক্ষিত রাখার। ভোটকর্মীদের দেওয়া হবে চকলেট বোম ও টর্চ। সঙ্গে থাকছেন বনকর্মীরাও। এই এলাকায় ভোট সন্ত্রাস নয়, বন্যপ্রাণের ভয়ে ভোট দিতে‌ যান ভোটাররা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট দিতে যাওয়ার সময় বিপদ হবে না তো! জঙ্গল পথ নিয়ে আতঙ্কে বন বস্তিবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল