ওঁরা রাজনীতির রং দেখেন না। যে দলের বরাত মেলে তাঁদের জন্যই ঢাক বাজাতে হাজির হয়ে যান। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারে। এই ভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করানোর মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারেও দেখা যাচ্ছে ঢাকিদের। বেশিরভাগই হেমতাবাদ থেকে এসেছেন।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর দর্শন প্রাচীন দেবতা মাশান বাবার পুজোয় উপচে পড়ে ভিড়
উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ ঢাকির বাড়ি হেমতাবাদ ব্লক ও কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে। সারা বছর পুজো পার্বণেই মূলত বায়না নিয়ে ঢাক বাজান তাঁরা। তবে ভোটের মরশুম এলে ছবিটা বদলে যায়। আর তাতেই হয় উপড়ি ইনকাম। এক একটা মিছিলে ঢাক বাজালে মেলে প্রায় ৫০০ টাকা করে। এই গরমকালে তেমন একটা পুজো কোথাও হয় না। ফলে বেকার বসে থাকতে হয়। ঠিক সেই সময় ভোটের বাদ্যি বেজে ওঠায় আয় হচ্ছে ঢাকিদের। ফলে সংসারটাও একটু ভালভাবে চলবে।
পিয়া গুপ্তা