আরও পড়ুন: ভিন রাজ্যই ভরসা! পেটের দায়ে উৎসব শেষে কাজে ফেরার পালা পরিযায়ী শ্রমিকদের
জলপাইগুড়ির এই এলাকায় পানীয় জলের সঙ্কট নতুন নয়। বারবার অভিযোগ করেও মেলে না কোনও সুরাহা। ভ্রুক্ষেপই নেই প্রশাসনের। আর কত দিন চলবে এভাবে? পানের জল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শীতের শুরুতেই প্রবল সমস্যায় পড়েছেন। বারংবার পুরসভায় অভিযোগ করার পরেও সমস্যার সমাধান হয়নি বলে এলাকাবাসীর দাবি। বাধ্য হয়ে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পানীয় জলের দাবিতে এদিন সকালে বিক্ষোভ শুরু হয় ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। জলের দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফাঁকা বালতি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তাঁরা। মাঝেমধ্যে জল এলেও কখনও ঘোলা আবার কখনও কাদা জল পড়ে কল দিয়ে। তা ব্যবহারের উপযুক্ত নয়। বাড়ি বাড়ি জলের লাইন থাকতেও পৌঁছচ্ছে না পানীয় জল। অভিযোগ, বারবার পুরসভাকে আবেদন জানালেও মিলছে না পানীয় জল। তাই বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।
সুরজিৎ দে