TRENDING:

Local News: দোলের আগে যা ইচ্ছে কিনে নিন! এত অল্প টাকায় আর কোথায় পাবেন

Last Updated:

রকমারি জিনিসের পসরা নিয়েই এবার দোলের আগে মালদহে শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দোলের আগে প্রসাধনী সামগ্রী কেনার বিরাট সুযোগ মালদহে। সরকারি উদ্যোগে এক হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। আর সেখানেই ভিড় করেছেন জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। মূলত এই মেলায় বিভিন্ন ডিজাইনের কাপড়, নানান সামগ্রী দিয়ে তৈরি প্রসাধনী সামগ্রী নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা।
advertisement

আরও পড়ুন: কাঞ্চনকন্যা এবার থেকে মাদারিহাটে দাঁড়াবে

রকমারি জিনিসের পসরা নিয়েই এবার দোলের আগে মালদহে শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা। এইনার অংশ নেওয়া হস্তশিল্পী তমালি দত্ত বলেন, বিভিন্ন রকমের হাতের কাজের কাপড় নিয়ে এই মেলায় এসেছি। মানুষজন আসছেন, ভিড় করছে কিনছে। এতে ভাল লাগছে।

advertisement

মালদহ কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে। এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না গিয়েও ছৌ মুখোশ, আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সামনেই দোল উৎসব। তার আগে অনেকে কেনাকাটা করে থাকেন। পছন্দ মত কেনাকাটা করতে সরকারি উদ্যোগে আয়োজিত এই হস্তশিল্প মেলায় অনেকেই ভিড় করছেন। কারণ এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাঁদের প্রসাধনী সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। মহিলাদে কানের দুল থেকে গলার মালা, হাতের বালা, আরও নানান প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। যা দোলের আগে মহিলাদের নজর কাড়ছে। তাই প্রথম দিন থেকেই এই মেলায় ব্যাপক ভিড় করছেন ক্রেতারা। এছাড়াও হরেক রকমের জিনিসের পসরা রয়েছে মেলায়। বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি পাওয়া যাচ্ছে। ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০ টি স্টল রয়েছে হস্তশিল্প মেলায়। ভোজনরসিক বাঙালিদের জন্য খাওয়া-দাওয়ার সুবিধাও রয়েছে এখানে। মালদহ জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল বলেন, মালদহ জেলা ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা এখানে এসেছেন। প্রতিটি জেলার বিখ্যাত সমস্ত হস্তশিল্প সামগ্রী এখানে রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local News: দোলের আগে যা ইচ্ছে কিনে নিন! এত অল্প টাকায় আর কোথায় পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল