গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে চিরাচরিত পদ্ধতিতে পাট চাষ করলে মুনাফার খুব একটা থাকছে না। তাই চিরাচরিত পদ্ধতি ছেড়ে কৃষকরা যদি আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে লাইন চাষ ও সিড ড্রিলিং পদ্ধতির মাধ্যমে পাট চাষ করেন তবে খুব সহজেই মুনাফা পেতে পারেন।
এই প্রসঙ্গে এক কৃষক মহম্মদ আলি জানান, সাধারণভাবে পাট চাষ ছিটিয়ে করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন। এছাড়াও শ্রমিকের সংখ্যাও লাগে অনেকটাই বেশি। চাষের খেত পরিষ্কার করার পিছনে অনেকটাই বেশি সময় নষ্ট হয়। তবে লাইন চাষ পদ্ধতিতে আবাদ করলে খুব সহজেই হয়ে যায় সমস্ত কাজ। খরচ হয় নামমাত্র, অথচ মুনাফার পরিমাণ থাকে অনেকটাই বেশি। মূলত এই কারণেই বেশিরভাগ কৃষকদের এই পদ্ধতিতেই চাষাবাদ করা উচিত। তাহলে স্বল্প সময়, স্বল্প খরচে অধিক মুনাফার মুখ দেখতে পারবেন কৃষকেরা।
advertisement
আরও পড়ুন: গরমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়, তেমনটা হলে কী করবেন? রইল টিপস
তিনি আরও জানান, বর্তমানে কৃষকদের একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলো পর্যাপ্ত শ্রমিকের জোগান। দরকারের সময় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় না। ফলে অনেক সময় নষ্ট হয় কৃষকদের। এর পরিবর্তে আধুনিক যন্ত্র নির্ভর কৃষি পদ্ধতি অবলম্বন করলে সময় নষ্ট হবে না কৃষকদের। কোচবিহারের এক ফার্মার প্রডিউসার কোম্পানির সম্পাদক মোজাহিদ হোসেন জানান, বর্তমান সময়ে কৃষকদের যন্ত্রনির্ভর চাষ পদ্ধতির দিকে নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে বারংবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
যদি এই অতি সহজ পদ্ধতির মাধ্যমে কৃষকেরা পাট চাষ করেন তবে আগামী দিনে কোচবিহার জেলা থেকে আরও উন্নত মানের পাট রফতানি করা সম্ভব হবে। এছাড়াও কৃষকেরা নিজেদের মুনাফার পরিমাণ আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে পারবেন স্বল্প সময়ে। তাই কৃষকদের উচিত শ্রমিক নির্ভর কৃষি পদ্ধতির না ব্যবহার করে। যন্ত্র নির্ভর এবং সহজ কৃষি পদ্ধতি ব্যবহার করা। এতে কৃষি ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আগামীদিনে।
সার্থক পণ্ডিত