TRENDING:

রাঙামাটি চা বাগানে ধরা দিল চিতাবাঘ

Last Updated:

রবিবার সকালে মাল ব্লকের রাঙামাটি চা বাগানে বনদপ্তরের খাচায় বন্দি হল একটি চিতাবাঘ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এদিন দুপুরেই অবশ্য চিতাবাঘটিকে গরুমারা জংগলে ছেড়ে দিয়েছে বনকর্মীরা।স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে,চা বাগানের ১৪ নং সেকশনের কাছে একটি নার্সারির মধ্যে বেশ কিছুদিন ধরে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখা হয়েছিল চিতা ধরার জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালবাজার: রবিবার সকালে মালব্লকের রাঙামাটি চা বাগানে বন দপ্তরের খাচায় বন্দি হল একটি চিতাবাঘ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এদিন দুপুরেই অবশ্য চিতাবাঘটিকে গরুমারা জংগলে ছেড়ে দিয়েছে বনকর্মীরা।স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে,চা বাগানের ১৪ নং সেকশনের কাছে একটি নার্সারির মধ্যে বেশ কিছুদিন ধরে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখা হয়েছিল চিতা ধরার জন্য।
advertisement

আরও পড়ুন :  মহিলার প্রতি অশালীন আচরণ করে গ্রেফতার অভিযুক্ত যুবক

বেশ কিছুদিন ধরেই ঐ সেকশনের কাছে চিতাটি উৎপাত করছিল। তাই গত ২০ দিন ধরে সেখানে খাঁচা পেতে রাখা হয়েছিল। এদিন সকাল ১০ টা নাগাদ শ্রমিকেরা ঐ নার্সারিতে কাজ করতে গেলে। তারা চিতাবাঘের গর্জন শুনতে পায়।এরপরই তারা বুঝতে পারেন  বনদপ্তরের পাতা ফাদে পা দিয়ে চিতাটি খাচায় আটকা পড়ে গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খবর পেয়ে  মালস্কোয়াডের বনকর্মীরা এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়। মালস্কোয়াডের রেঞ্জার দুলাল দে বলেন সাব এডাল্ট চিতাটি পুরুষ ১ বছর বয়সি। দুপুরেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাঙামাটি চা বাগানে ধরা দিল চিতাবাঘ