স্থানীয় বাসিন্দা জয়দীপ দাস জানান, “কোচবিহার ঘুঘুমারি অঞ্চলের চণ্ডীশাল সংলগ্ন এলাকা আচমকাই এই এলাকায় এক যুবক সন্ধ্যাবেলা বাড়ির জানালা দিয়ে দেখেন এই লেপার্ডকে। সঙ্গে সঙ্গে সেই নিজের মোবাইল ফোনে দুটো ছবি তোলে সে। সেই খবর চাউর হতেই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহারের বন দফতরের কর্মীরা।”
advertisement
আরও পড়ুন: সেতুর উপর ইট বোঝাই গাড়ি উঠতেই ব্যস! ঝুলে গেল আস্ত সেতু, যাচ্ছে তাই অবস্থা উত্তরবঙ্গে
যদিও এই বিষয়ে কোচবিহার ডিভিশনের বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, “গোটা এলাকায় তল্লাশি চালনো হয়। তবে বন দফতরের কর্মীরা এখনও পর্যন্ত এলাকায় কোন লেপার্ড দেখতে পাননি। ইতিমধ্যেই এলাকায় লেপার্ড ধরার জন্য খাঁচা বসানোর কাজ শুরু করা হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার মানুষেরা বর্তমানে আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়িত এলাকায় একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে।
Sarthak Pandit