বাড়ির মালিক শ্যাম সুন্দর ওরাও বলেন, বেশ কয়েকদিন থেকে বাড়ি থেকে ছাগল হারিয়ে যাচ্ছিল। এর আগে তিনটি ছাগল চিতাবাঘে নিয়ে যায়। ফের ছাগল খেতে এসেছিল, কিন্তু আচমকাই বাড়ির কুকুর চিৎকার করতে শুরু করলে মনে সন্দেহ তৈরি হয়। পরে গোয়ালঘরে টর্চ মারতেই দেখা যায় চিতাবাঘ আটকে রয়েছে। এরপর বন দফতরে খবর দিলে তারা এসে ঘুমপাড়ানি গুলি করেছ চিতাবাঘটিকে উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন: ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবারের খেলা দেখে ফেরার পথে মারাত্মক ঘটনা, স্টেশনের পাশে উদ্ধার দেহ
আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
সীমা চৌধুরী, অনরারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বলেন, বেশ কিছুদিন থেকেই চিতাবাঘ এই বাড়িতে ঢুকে ছাগল নিয়ে যাচ্ছিল। বাড়ির মালিক শ্যামসুন্দর ওরাও গোয়াল ঘরে দেখতে পায় চিতা বাঘ ঢুকে পরেছে। বন দফতরকে খবর দিলে তারা এসে ঘুমপাড়ানি গুলি করে সেটিকে উদ্ধার করে। লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিতাবাঘটিকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে জঙ্গলে ফেরানো হয়।
রকি চৌধূরী