লেপার্ডের দেহ
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের নালায় এক লেপার্ডের দেহ দেখতে পান শ্রমিকরা। পরবর্তীতে বন দফতরের নিমতি রেঞ্জে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করেন। লেপার্ডের শরীরে কোন ক্ষত দেখা যায়নি বলে জানা যায়। ময়নাতদন্তের পর লেপার্ডের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ঝড়ে উড়ে গেছে স্বাস্থ্য কেন্দ্রের টিনের একাংশ! বসার জায়গা নেই হবু মায়েদের! সারাইয়ের কথা বললেই অজুহাত
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে বন কর্মীদের প্রাথমিক অনুমান বিষক্রিয়াতে এই ঘটনা ঘটতে পারে। হয়ত লেপার্ডটি এমন কিছু খেয়েছিল যার মধ্যে বিষ ছিল। লেপার্ডটি পূর্ণবয়স্ক লেপার্ড ছিল। এই এলাকায় এমনিতেও রয়েছে লেপার্ডের উপদ্রব। মাঝে মধ্যেই লেপার্ডের হানায় আহত হন শ্রমিকরা। তবে লেপার্ডের মৃত্যু নিয়ে ধন্দে রয়েছেন শ্রমিকরা।
Annanya Dey